হোম > জাতীয়

গ্রামীণ উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান অর্থ উপদেষ্টার

স্টাফ রিপোর্টার

গ্রামীণ উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত “গ্রামীণ জীবিকা রূপান্তর ও অন্তর্ভুক্তিমূলক স্থিতিস্থাপকতা উদ্যোগ” শীর্ষক জাতীয় কর্মশালায় এ আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, গ্রাম অঞ্চলের দারিদ্র্যতা হ্রাসে উদ্যোগ গ্রহণের পাশাপাশি গ্রামীণ উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, পারিবারিক উন্নয়নে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং শহর অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠির জীবনমানের উন্নয়নে প্রতি সমভাবে গুরুত্বারোপ করেন। তিনি জুলাই-আগস্ট ২০২৪ আন্দোলনের শহীদ ও আহতদের পাশে দাঁড়ানোর জন্য এসডিএফ-এর ভূমিকার কথাও স্মরণ করেন।

অর্থ মন্ত্রণালয়ের অর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) অধীন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মিজ নাজমা মোবারেক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শহরিয়ার কাদের ছিদ্দিকী এবং অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিএফ-এর চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব ড. মোহাম্মদ আবদুল মজিদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এগ্রিকালচার স্পেশালিস্ট এবং বিশ্বব্যাংকের রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশিপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের ও টাস্ক টিম লিডার মিজ সামিনা ইয়াসমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এসডিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আমিন।

“গ্রামীণ জীবিকা রূপান্তর ও অন্তর্ভুক্তিমূলক স্থিতিস্থাপকতা উদ্যোগ” শীর্ষক এই কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপনা করেন র‌্যাপিড বাংলাদেশের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক। কর্মশালার দ্বিতীয় পর্বে আরইএলআই প্রকল্পের পাঁচটি থিমেটিক বিষয়ে গ্রুপ আলোচনা অনুষ্ঠিত হয় এবং আলোচনার সারসংক্ষেপ ও মূল অনুসিদ্ধান্তসমূহ সমন্বিতভাবে উপস্থাপন করা হয়। পর্বটি পরিচালনা করেন এসডিএফ বোর্ড অফ ডিরেক্টরস-এর সদস্য মি. অরিজিৎ চৌধুরী। উক্ত কর্মশালায় উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মী, গবেষক, দেশি-বিদেশি উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ, বিশ্বব্যাংকের কর্মকর্তাবৃন্দ, এসডিএফ-এর উপকারভোগী এবং গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

কর্মশালার মূল আকর্ষণ ছিল আরইএলআই প্রকল্পের দুইজন উপকারভোগীর চমৎকার জীবন পরিবর্তনের অভিজ্ঞতা, যারা এসডিএফ-এর সহায়তায় তাদের জীবন-জীবিকা আমূলভাবে রূপান্তর করতে সক্ষম হয়েছে।

মূল বক্তা ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বাংলাদেশে বর্তমান দারিদ্র্যের অবস্থা ও দারিদ্র্য বিমোচন পদ্ধতিগুলোর বিশ্লেষণ, এসডিএফ-এর আরইএলআই প্রকল্পের কমিউনিটি ড্রাইভেন ডেভেলপমেন্ট (সিডিডি) পদ্ধতির মূল্যায়ন এবং ভবিষ্যতে এ উদ্যোগটি শহর এলাকাতেও সম্প্রসারণের সুপারিশ তুলে ধরেন। বিশেষ অতিথি মিজ সামিনা ইয়াসমিন দারিদ্র্য বিমোচন উদ্যোগকে আরও অন্তর্ভুক্তিমূলক, স্থিতিস্থাপক ও টেকসই করার সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি মূল প্রবন্ধে উপস্থাপিত অনুসন্ধানসমূহের প্রশংসা করেন এবং দারিদ্র্য দূরীকরণ ও মানুষের মর্যাদা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিশেষ অতিথি মিজ নাজমা মোবারেক সাম্প্রতিক প্রেক্ষাপটে দারিদ্র্যতা হ্রাসে জরুরি উদ্যোগ গ্রহণ, সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপের পাশাপাশি এসডিএফ-এর পার্টিসিপেটরি আইডেন্টিফিকেশন অব পুওর (পিআইপি) পদ্ধতির প্রশংসা করেন। বিশেষ অতিথি মো. শহরিয়ার কাদের ছিদ্দিকী আরইএলআই প্রকল্পের স্বাস্থ্যসেবা, পুষ্টি, সঞ্চয়সহ বিভিন্ন উপাদানের ওপর আলোকপাত করে প্রকল্পের সার্বিক কার্যকারিতা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন। তিনি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বীমা অন্তর্ভুক্তকরণ এবং শহরাঞ্চলে আরইএলআই প্রকল্পের সম্প্রসারণের কথা উল্লেখ করেন। ড. মো. খায়রুজ্জামান মজুমদার গ্রামীণ কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি এবং এসডিএফ ও আরইএলআই প্রকল্পের ক্ষুদ্রঋণ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে দরিদ্র নির্বাচন প্রক্রিয়ার মানোন্নয়ন ও সরকারি দারিদ্র্য বিমোচন উদ্যোগের কথা উল্লেখ করেন। সভাপতি ড. মোহাম্মদ আবদুল মজিদ মূল প্রবন্ধে প্রদত্ত সুপারিশসমূহ অনুসরণ করার ওপর গুরুত্ব আরোপ করেন এবং জীবন পরিবর্তনের অভিজ্ঞতা শেয়ারকারী উপকারভোগীদের ধন্যবাদ জানান।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল আরইএলআই প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা, শিক্ষা, চ্যালেঞ্জ ও ভবিষ্যতের সুযোগসমূহ নিয়ে পর্যালোচনা করা। অংশগ্রহণকারীরা গ্রামীণ দারিদ্র্য হ্রাস ত্বরান্বিত করার অগ্রাধিকারমূলক পদক্ষেপ এবং দীর্ঘদিন ধরে দারিদ্র্য বিমোচনে এসডিএফ-এর অবদান ও ভবিষ্যৎ উদ্যোগের জন্য নতুন ধারণা নিয়ে আলোচনা করেন। এসডিএফ-এর চেয়ারম্যানের সমাপনী বক্তব্যের মাধ্যমে দিনের আলোচনা ও কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

প্রার্থিতা ফিরে পেতে আপিল-নিষ্পত্তির তারিখ জানালেন সিইসি

তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

তিন লাখের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন

এবার দুই ব্যালটে ভোট দেবেন একজন ভোটার

৩০০ আসনে ভোট হবে স্বচ্ছ ব্যালট বাক্সে, ব্যালট পেপারে

সংসদের ভোটের ব্যালট হবে সাদাকালো, গণভোটের রঙিন

তথ্যে রিজওয়ানা, এলজিআরডিতে আদিলুর ও ক্রীড়ায় আসিফ নজরুল

সাত পুলিশ সুপারকে একযোগে বদলি

সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ

দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি