রামপুরায় ২৮ হত্যা
জুলাই বিপ্লবে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম, মেজর মো. রাফাত বিন আলমসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি আজ।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এ মামলার শুনানি হবে।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন— বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে গত ২৪ নভেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য আজকের দিন ধার্য করে ট্রাইব্যুনাল।