হোম > জাতীয়

স্বাস্থ্যের সাবেক এডিজি দিলু আরা বেগম আর নেই

আমার দেশ অনলাইন

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. দিলু আরা বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দুপুরে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দুই কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. দিলু আরা বেগম জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল গ্রামের মৌলভীবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। ইসলামপুর উপজেলায় তিনিই প্রথম নারী এমবিবিএস চিকিৎসক, যা তৎকালীন সমাজবাস্তবতায় তার জন্মস্থান ইসলামপুর উপজেলা ও এর আশপাশের আরও বহু জনপদের নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণ বা চিকিৎসার মতো সৎ পেশাকে বেছে নিতে অনুপ্রাণিত করেছে। চিকিৎসকের পেশাগত জীবনের পাশাপাশি ডা. দিলু আরা বেগম সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডেও সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুর খবর পৌঁছালে এলাকার সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মঙ্গলবার গ্রিন রোডে স্টাফ কোয়ার্টার জামে মসজিদে প্রথম জানাজা এবং বাদ মাগরিব রাজধানী ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে সেখানে চিরনিদ্রায় শায়িত করা হয় কৃতী এই চিকিৎসককে।

ডা. দিলু আরা বেগম দীর্ঘদিন ডিজিএইচএসে কর্মরত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি-অ্যাডমিন) হিসেবে অবসর গ্রহণ করেন তিনি।

ডা. দিলু আরা বেগমের মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরসহ অধিদপ্তরের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী শোকাভিভূত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ. বি. এম. আবু হানিফ স্বাক্ষরিত এক শোকবার্তায় এসব কথা বলা হয়।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমার দেশ পাঠক মেলার দোয়া মাহফিল

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার পক্ষে ৬৯ শতাংশ মানুষ

জিপি অফিসের সামনে চাকরিচ্যুতদের মানববন্ধন

আন্দোলনে থাকা প্রাথমিকের ৪ শিক্ষক নেতাকে শোকজ

কর্মবিরতি প্রত্যাহার মাধ্যমিকের, অনড় প্রাথমিকের শিক্ষকরা

ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়তে পারে

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান

ঢাকার ২১৫ স্কুল-কলেজে নতুন সভাপতি নিয়োগ

সচিবালয়ে বৈঠকে মাধ্যমিকের শিক্ষকরা, কর্মবিরতি প্রত্যাহারের আভাস

বৃহস্পতিবার বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট