হোম > জাতীয়

স্বাস্থ্যের সাবেক এডিজি দিলু আরা বেগম আর নেই

আতিকুর রহমান নগরী

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. দিলু আরা বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দুপুরে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দুই কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. দিলু আরা বেগম জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল গ্রামের মৌলভীবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। ইসলামপুর উপজেলায় তিনিই প্রথম নারী এমবিবিএস চিকিৎসক, যা তৎকালীন সমাজবাস্তবতায় তার জন্মস্থান ইসলামপুর উপজেলা ও এর আশপাশের আরও বহু জনপদের নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণ বা চিকিৎসার মতো সৎ পেশাকে বেছে নিতে অনুপ্রাণিত করেছে। চিকিৎসকের পেশাগত জীবনের পাশাপাশি ডা. দিলু আরা বেগম সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডেও সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুর খবর পৌঁছালে এলাকার সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মঙ্গলবার গ্রিন রোডে স্টাফ কোয়ার্টার জামে মসজিদে প্রথম জানাজা এবং বাদ মাগরিব রাজধানী ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে সেখানে চিরনিদ্রায় শায়িত করা হয় কৃতী এই চিকিৎসককে।

ডা. দিলু আরা বেগম দীর্ঘদিন ডিজিএইচএসে কর্মরত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি-অ্যাডমিন) হিসেবে অবসর গ্রহণ করেন তিনি।

ডা. দিলু আরা বেগমের মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরসহ অধিদপ্তরের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী শোকাভিভূত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ. বি. এম. আবু হানিফ স্বাক্ষরিত এক শোকবার্তায় এসব কথা বলা হয়।

পে স্কেলের দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন কর্মচারীরা

গণভোট নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

ফের বাড়তে পারে শীতের তীব্রতা

আগামী সপ্তাহে টানা ৪ দিনের ছুটির সুযোগ

নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আসছেন ১৬ দেশের প্রতিনিধি

পুরাতন রাজনীতির হিসাব আর মিলবে না: তাসনিম জারা

নির্বাচনে থাকবেন ১৬ দেশের অর্ধশতাধিক পর্যবেক্ষক

নির্বাচন ঘিরে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা দিল দূতাবাস

২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন প্রবাসী কর্মীরা

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি বাংলাদেশ