ড. ইউনূসের সভাপতিত্বে বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে।
বৈঠক শেষে বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা, দেশজুড়ে আওয়ামী লীগের ডাকা কর্মসূচি লকডাউন এবং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতানৈক্য তৈরি হয়েছে, তার মাঝে প্রধান উপদেষ্টার এই বৈঠক এবং তার পর দেয়া ভাষণ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।