হোম > জাতীয়

প্রবাসী ভোটার নিবন্ধন লাখ ছাড়িয়েছে, কোন দেশে কত

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিদেশে অবস্থানরত ১ লাখ ১৫ হাজার ১৮৮ জন বাংলাদেশি ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৯৯ হাজার ২৬৪ জন পুরুষ এবং ১৬ হাজার ৪৩ জন নারী।

আজ সোমবার সকাল ১১টার দিকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটের পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

গত ১৯ নভেম্বর থেকে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন শুরু হয়েছে। আর ২৩ নভেম্বর রাত ১২টার পরপর (২৪ নভেম্বর) শুরু হয়েছে উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন।

পোস্টাল ভোট বিডি অ্যাপ চালুর পর সোমবার সকাল পর্যন্ত ১ লাখ ১৫ হাজারেরও বেশি ভোটার নিবন্ধন করেছেন। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা, ১৮ হাজার ৭১ জন।

এছাড়া দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৩৮৩ জন, সিঙ্গাপুরে ৮ হাজার ৫৭৯ জন, কানাডায় ৮ হাজার ৫৬৬ জন, সৌদি আরবে ৮ হাজার ৪১ জন, অস্ট্রেলিয়ায় ৭ হাজার ৪৪৮ জন, যুক্তরাজ্যে ৬ হাজার ৯০৮ জন, জাপানে ৬ হাজার ৭৯১ জন, ইতালিতে ৫ হাজার ১৪৬ জন, দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ৭২২ জন, মালয়েশিয়ায় ৩ হাজার ৬৫ জন, মালদ্বীপে ২ হাজার ৯৭৪ জন, ফ্রান্সে ২ হাজার ৪৭১ জন। এছাড়া আরো বেশ কিছু দেশ থেকে প্রবাসীরা পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন।

গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ওই দিনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোট ১৪৮টি নির্দিষ্ট দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করে ইসি।

ইসি সচিবলায়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, ১৯ থেকে ২৩ নভেম্বর : পূর্ব এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটের জন্য নিবন্ধন হবে।

২৪ থেকে ২৮ নভেম্বর : উত্তর আমেরিকা, ওশেনিয়া। ২১ নভেম্বর ৩ ডিসেম্বর : ইউরোপ। ৪ থেকে ৮ ডিসেম্বর : সৌদি আরব। ৯ থেকে ১৩ ডিসেম্বর : দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া। ১৪ থেকে ১৮ ডিসেম্বর : মধ্যপ্রাচ্য (সৌদি আরব ছাড়া অন্যান্য দেশ)।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের নিবন্ধন পদ্ধতি

নিবন্ধন প্রক্রিয়ায় প্রবাসী ভোটার যে দেশ থেকে ভোট দিতে ইচ্ছুক কেবল সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। পোস্টাল ব্যালট প্রাপ্তি এবং ভোট প্রদানের জন্য গুগল প্লে স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। ব্যবহারকারী বাংলা/ইংরেজি যেকোনো একটি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের নিমিত্ত প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশাবলি সম্পর্কে জানতে পারবেন। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিতকল্পে নির্ভুল ঠিকানা দিতে হবে বলে ইসির কর্মকর্তারা জানান।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রথমবারের মতো বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ভোটদান ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) প্রক্রিয়া এগিয়ে চলছে, যা দেশের নির্বাচনি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অন্তর্ভুক্তি।

এছাড়া নির্বাচনি কার্যক্রমে সম্পৃক্ত ভোটার, আইনি হেফাজতে থাকা ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীসহ প্রায় ১০ লাখ ভোটারকে আইসিপিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং) ভোট সুবিধার আওতায় আনা হচ্ছে। জাতীয় নির্বাচনের পাশাপাশি একদিনে গণভোট আয়োজন নির্বাচন কমিশনের জন্য অতিরিক্ত দায়িত্ব হলেও প্রস্তুতি সুষ্ঠুভাবে এগোচ্ছে।

‘ভারতের স্বার্থ রক্ষায় পিলখানার হত্যাকাণ্ড ঘটিয়েছে শেখ হাসিনা’

বিডিআর হত্যাকাণ্ডের আদ্যোপান্ত আমরা বের করেছি

বিজয়ের মাস ডিসেম্বর শুরু

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা ভালোর দিকে: উপদেষ্টা মাহফুজ

সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিক হত্যায় আসকের উদ্বেগ

সমুদ্রে অবৈধ আহরণে মাছের সংস্থান কমে যাচ্ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা

বুথ না বাড়ালে ভোটে দেখা দেবে বিশৃঙ্খলা

সেনা অভিযান হলে ভারতের হামলার হুমকি ছিলো

বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে নৌবাহিনীর বাৎসরিক মহড়া সমাপ্ত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় আরবি বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল