ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে দেশের জনগণকে আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই স্বাক্ষর অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয় ।
এতে বলা হয়, সন্মানিত নাগরিক, আগামী শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫ বিকাল ৪.০০ টায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমরা ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনায় উপস্থিত থাকব-যেখানে স্বাক্ষরিত হবে জুলাই জাতীয় সনদ ২০২৫।
এতে আরো বলা হয়, সম্মিলিত প্রচেষ্টায় প্রণীত এই সনদটি জাতি হিসেবে আমাদের পুনর্জাগরণের অঙ্গীকার এবং ভবিষ্যৎ নির্মাণের এক অনন্য দলিল। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবার জন্য আপনি সাদরে আমন্ত্রিত।