হোম > জাতীয়

ভূমিকম্পে আট করণীয়, জানাল ফায়ার সার্ভিস

আমার দেশ অনলাইন

গত দুই দিনে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্পসহ কয়েকটি ছোট ছোট ভূমিকম্প অনুভূত হয়েছে। এ নিয়ে ঢাকা নগরীসহ আশপাশের বিভিন্ন জেলায় মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে পড়েছে।

এমত অবস্থায় দেশের সবাইকে ভূমিকম্পের সময় আটটি করণীয় পালনে সবাইকে অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ।

ভূমিকম্পের সময় করণীয়

১. ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত না হয়ে শান্ত ও স্থির থাকতে হবে। ভবনের নিচ তলায় থাকলে দ্রুত বাইরে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে।

২. বহুতল ভবনে থাকলে ড্রপ কভার হোল্ড পদ্ধতি অনুসরণ করতে হবে। নিচু হয়ে শক্ত টেবিল/ডেস্কের নিচে ঢুকে খুঁটি শক্ত করে ধরতে হবে। অথবা কলামের পাশে, বিমের নিচে আশ্রয় নিতে হবে। সম্ভব হলে বালিশ, কুশন বা এ জাতীয় বস্তু দিয়ে মাথা ঢেকে রাখতে হবে।

৩. ভূমিকম্প চলাকালীন লিফট ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ভূমিকম্প থামার সাথে সাথে বৈদ্যুতিক ও গ্যাস সংযোগ দ্রুত বন্ধ করতে হবে।

৪. বারান্দা, ব্যালকনি, জানালা, বুকশেলফ, আলমিরা, কাঠের আসবাবপত্র বা কোন ঝুলন্ত ভারী বস্তু থেকে দূরে থাকতে হবে। হাতের কাছে টর্চ, হেলমেট, জরুরি ওষুধ এবং বাঁশি সংরক্ষণ করতে হবে যাতে প্রয়োজন হলে ব্যবহার করা যায়।

৫. ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু ভবন, বৈদ্যুতিক খুঁটি ইত্যাদি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নিতে হবে।

৬. গাড়িতে থাকলে ওভারব্রিজ, ফ্লাইওভার, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামাতে হবে। ভূকম্পন না থামা পর্যন্ত গাড়ির ভেতরেই থাকতে হবে।

৭. একটি ভূমিকম্পের পর আবারও ভূকম্পন হতে পারে। ক্ষতিগ্রস্ত ভবন, ব্রিজ ও বিভিন্ন অবকাঠামো থেকে দূরে থাকতে হবে।

৮. সকলের সম্মিলিত চেষ্টা ও সচেতনতায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সীমিত রাখা সম্ভব। জরুরি সেবার প্রয়োজনে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হটলাইন নম্বর ১০২ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে ।

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির সাক্ষাৎ

সম্মিলিত ইমাম–খতিব জাতীয় সম্মেলনে সাত দফা দাবি

ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে মরক্কো গেলেন আইজিপি

‘খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা খাদ্যের নিরাপত্তা নিশ্চিতে চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছে’

সেনাপ্রধানের সাথে পাকিস্তানের এইচআইটি চেয়ারম্যানের সাক্ষাৎ

ওবায়দুল কাদেরের ‘পালকপুত্র’ হিরুর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হলো

হাসিনা-কামালকে ফেরাতে ফের দিল্লিকে চিঠি ঢাকার

আইন-শৃঙ্খলা রক্ষায় দেশকে লাল, হলুদ ও সবুজ জোনে ভাগ করা হবে

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ