হোম > জাতীয়

ভূমিকম্পে আট করণীয়, জানাল ফায়ার সার্ভিস

আতিকুর রহমান নগরী

গত দুই দিনে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্পসহ কয়েকটি ছোট ছোট ভূমিকম্প অনুভূত হয়েছে। এ নিয়ে ঢাকা নগরীসহ আশপাশের বিভিন্ন জেলায় মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে পড়েছে।

এমত অবস্থায় দেশের সবাইকে ভূমিকম্পের সময় আটটি করণীয় পালনে সবাইকে অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ।

ভূমিকম্পের সময় করণীয়

১. ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত না হয়ে শান্ত ও স্থির থাকতে হবে। ভবনের নিচ তলায় থাকলে দ্রুত বাইরে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে।

২. বহুতল ভবনে থাকলে ড্রপ কভার হোল্ড পদ্ধতি অনুসরণ করতে হবে। নিচু হয়ে শক্ত টেবিল/ডেস্কের নিচে ঢুকে খুঁটি শক্ত করে ধরতে হবে। অথবা কলামের পাশে, বিমের নিচে আশ্রয় নিতে হবে। সম্ভব হলে বালিশ, কুশন বা এ জাতীয় বস্তু দিয়ে মাথা ঢেকে রাখতে হবে।

৩. ভূমিকম্প চলাকালীন লিফট ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ভূমিকম্প থামার সাথে সাথে বৈদ্যুতিক ও গ্যাস সংযোগ দ্রুত বন্ধ করতে হবে।

৪. বারান্দা, ব্যালকনি, জানালা, বুকশেলফ, আলমিরা, কাঠের আসবাবপত্র বা কোন ঝুলন্ত ভারী বস্তু থেকে দূরে থাকতে হবে। হাতের কাছে টর্চ, হেলমেট, জরুরি ওষুধ এবং বাঁশি সংরক্ষণ করতে হবে যাতে প্রয়োজন হলে ব্যবহার করা যায়।

৫. ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু ভবন, বৈদ্যুতিক খুঁটি ইত্যাদি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নিতে হবে।

৬. গাড়িতে থাকলে ওভারব্রিজ, ফ্লাইওভার, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামাতে হবে। ভূকম্পন না থামা পর্যন্ত গাড়ির ভেতরেই থাকতে হবে।

৭. একটি ভূমিকম্পের পর আবারও ভূকম্পন হতে পারে। ক্ষতিগ্রস্ত ভবন, ব্রিজ ও বিভিন্ন অবকাঠামো থেকে দূরে থাকতে হবে।

৮. সকলের সম্মিলিত চেষ্টা ও সচেতনতায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সীমিত রাখা সম্ভব। জরুরি সেবার প্রয়োজনে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হটলাইন নম্বর ১০২ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে ।

শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসি প্রত্যাহার

ওসমান হাদি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

মন্ত্রীদের জন্য ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট বানানোর সংবাদটি অসত্য: গণপূর্ত মন্ত্রণালয়

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা

রিট হলেও অনুষ্ঠিত হবে ৫০তম বিসিএস

সবচেয়ে বেশি ও কম ভোট পড়েছিল কোন কোন নির্বাচনে

প্রেসকে ভোটের পোস্টার না ছাপানোর নির্দেশ ইসির

ছাত্রশিবিরের বিজ্ঞান উৎসবের উদ্বোধন

১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন সম্মিলিত ইসলামি ব্যাংকের গ্রাহকেরা: গভর্নর

শেরপুরে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় সরকারের গভীর উদ্বেগ