হোম > জাতীয়

জুলাই তরুণদের আত্মোৎসর্গই ন্যায়বিচারের অনুপ্রেরণা

ইউএনডিপির সম্মেলনে প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার

নিউইর্য়কে অনুষ্ঠিত ইউনাইটেড নেশানস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ( ইউএনডিপি)'র এ বছরের বার্ষিক রোল অব ল ( আইনের শাসন) সম্মেলনে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্রনেতৃত্বাধীন বিক্ষোভগুলোতে অন্যায়, স্বেচ্ছাচারিতা এবং দমননীতির বিরুদ্ধে যুবসমাজের অভূতপূর্ব প্রতিবাদ দেখা যায় যা ন্যায়বিচারের একটি দৃঢ় দাবি হিসাবে প্রমাণিত ।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় এবং নিউইয়র্ক সময় সকাল ৯ টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর, ন্যায়বিচারের জন্য সেই তরুণদের আত্মোৎসর্গই তার কাজে অনুপ্রেরণা জুগিয়েছে এবং বিচার ব্যবস্থার সমতা ও ন্যায়বিচার পুনরুদ্ধারের জন্য একটি রূপান্তরমূলক এজেন্ডা বাস্তবায়নে তাঁর সংকল্পকে দৃঢ় করেছে।

প্রধান বিচারপতি বলেন, প্রায় ৪২ লাখ মামলার বোঝা এবং রাজনৈতিক প্রভাবের কারণে বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতা তাকে নিরুৎসাহিত করেনি বরং যারা ন্যায়বিচারের জন্য রাস্তায় নেমেছিল, তাদের সাহসী আহ্বানই তাকে জনগণের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং তাদের আকাঙ্ক্ষা ও দুর্বলতার প্রতি সাড়া দেওয়ার জন্য একটি সংস্কার রোডম্যাপ তৈরিতে অনুপ্রেরণা জুগিয়ে।

তিনি উল্লেখ করেন, তাঁর ঘোষিত এই রোডম্যাপের মূল লক্ষ্য বিচারিক স্বাধীনতা এবং দক্ষতা প্রতিষ্ঠা করা।

তিনি বিচার এবং মানবাধিকার সংস্কারের ক্ষেত্রে ইউএনডিপি এবং জাতিসংঘের অঙ্গসংস্থাগুলোর অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশের পরিবর্তন করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে

৮০ লাখ টাকা খরচে যুক্তরাষ্ট্রে, ৩৬ বাংলাদেশি ফিরলেন খালি হাতে

পদ্মা সেতুর টোল থেকে ৩ হাজার কোটি টাকা আয়

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে প্রায় ৭২ কোটি টাকা বরাদ্দ

রমজানের আগে এলপিজি সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ

পোস্টাল ব্যালট সফল হলে বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল হবে: সিইসি

পদ্মা সেতুতে টোল আদায়ে ৩ হাজার কোটি টাকার মাইলফলক স্পর্শ

জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের

বিএনপির অভিযোগে জামায়াত-এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি

ভবিষ্যতে যেন এমন জাদুঘর তৈরির প্রয়োজন আর না হয়