ইসরাইল ত্যাগ করেছে শহিদুল আলমকে বহনকারী ফ্লাইট। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তুরস্কের সূত্রে জানা গেছে, আজ বিকেলে ইসরাইল থেকে একটি ফ্লাইট ছেড়েছে, যার যাত্রীদের মধ্যে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আরো বলা হয়েছে, ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ইস্তাম্বুলে অবতরণ করার কথা।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও ইসরাইল থেকে তাকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।