হোম > জাতীয়

পোস্টাল ভোটিং: তিন দিনে ৮ হাজার ৫৮৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ করে দিতে ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন অ্যাপটি উদ্বোধন করেন। দেশের ইতিহাসে এই প্রথম প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

পোস্টাল ভোট বিডি অ্যাপে তিন দিনে ৮ হাজার ৫৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ৭ হাজার ৯৩৩ জন ও নারী ৬ ৫১ জন।

শনিবার দুপুরে পোস্টাল ভোট বিডি নিবন্ধন অ্যাপ থেকে এ তথ্য জানা গেছে।

নির্বাচনে ভোট দিতে আগ্রহীরা গত তিনদিনে ২৯ দেশ থেকে নিবন্ধন করেছেন। নিবন্ধিতদের প্রায় অর্ধেকই দক্ষিণ কোরিয়া প্রবাসী। সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ার ৩ হাজার ৯৬৮ জন। এছাড়া দ্বিতীয় স্থানে রয়েছে জাপানের এক হাজার ৯৮৪ জন। এরপর দক্ষিণ আফ্রিকা থেকে এক হাজার ২৩ জন নিবন্ধন করেছেন।

নিবন্ধিতরাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এক্ষেত্রে নিবন্ধনের জন্য বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন করে নিবন্ধনের সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন।

এ বিষয়ে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান জানান, প্রথম পর্বে ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর নিবন্ধন করতে পারবেন পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫২ দেশের প্রবাসী বাংলাদেশি ভোটাররা। ২৩ নভেম্বর এ পর্বের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে।

বাকি দেশগুলোতে থাকা প্রবাসী ভোটাররা ধাপে ধাপে ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন। প্রতিটি অঞ্চলের জন্যই পাঁচদিন করে নিবন্ধনের সময় দেওয়া হবে।

পাশাপাশি দেশের ভেতরে থাকা তিন ধরনের ব্যক্তিদের নিবন্ধনের আওতায় আনা হয়েছে। ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে তারা নিবন্ধন করতে পারবেন। বাদ পড়া প্রবাসীরাও এসময় নিবন্ধন করতে পারবেন।

দেশে আবারও ভূমিকম্প অনুভূত

ভূমিকম্পে হতাহতদের টাকা দেবে সরকার, জেনে নিন করণীয়

জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নির্বাচনে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক থাকবে: ইসি

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে প্রস্তুত ইসি

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ড. ইউনূস-টোবগে বৈঠক

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী

এটা পূর্বাভাস আগামী দিনে বড় ভূমিকম্পের শঙ্কা

দেশের ইতিহাসে বিধ্বংসী যত ভূমিকম্প

আগামী নির্বাচনে প্রশাসনিক কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকার বিকল্প নেই