হোম > জাতীয়

সাইবার বুলিংয়ের শিকার হয়ে ডিবিতে অভিযোগ ডাকসু ভিপির

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ছবি: আমার দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম অনলাইনে ধারাবাহিক অপপ্রচার, সাইবার বুলিং ও হয়রানির অভিযোগ এনে মোট ১১টি ফেসবুক পেজ ও আইডির বিরুদ্ধে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ডিবি কার্যালয়ে অভিযোগ দাখিলের পর গেটের সামনে তিনি এ তথ্য জানান। এ সময় ডাকসুর অন্যান্য নেতারাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

ভিপি সাদিক কায়েম জানান, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব অপপ্রচারের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের সম্পৃক্ততাও রয়েছে বলে দাবি করেন তিনি।

অভিযোগে যেসব পেজ ও আইডির নাম উল্লেখ করা হয়েছে সেগুলো হলো- ডাকসু কন্ঠস্বর, BongoGraph, আমার ডাকসু, The Nationalist Data, কাঁঠেরকেল্লা, রৌমারি, DU Insiders (বিভিন্ন সময় নাম পরিবর্তন), ইয়ার্কি ও বটজিপিটি- মোট ৯টি পেজ।

এছাড়া তিনটি ব্যক্তিগত আইডি- এনামুল হক শান্ত, আশিকুর রহমান ও সাইফ আল মাহমুদ- কেও অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ জমা দেওয়ার পর ব্রিফিংয়ে সাদিক কায়েম বলেন,

‘এখানে যে পেজগুলোর নাম দিয়েছি, প্রতিটিই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে কানেক্টেড। ছাত্রদল এবং বিএনপির কিছু একটিভিস্ট এসব পেজ পরিচালনা করে। আমরা প্রতিটি পেজের লিংক ডিবিকে দিয়েছি। সাইবার এক্সপার্টরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন এবং বিটিআরসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।’

তিনি আরো বলেন,

“অনলাইনে যে স্লাট শেমিং, সাইবার বুলিং, হয়রানি ও মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে- এরা হলো মূল কালপ্রিট। তারা যেই রাজনৈতিক দলের হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। গতকালও BongoGraph নামের একটি পেজ থেকে আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। আজ যে অভিযোগ দিয়েছি, সেখানে সংশ্লিষ্ট সব পেজই অন্তর্ভুক্ত করেছি।”

ডিবি কর্মকর্তারা খুব দ্রুত এসব পেজ পরিচালনাকারী, এডমিন ও সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।

ভিপি সাদিক কায়েম বলেন,

‘আমরা এখন শাহবাগ থানায় গিয়ে মামলার কপি জমা দেব। আশা করছি, দৃষ্টান্তমূলক পদক্ষেপের মাধ্যমে এই সাইবার বুলিং, হয়রানি ও অপপ্রচার বন্ধ হবে।’

জুরাইনে মাদক কারবারিদের গুলিতে সিএনজি চালক নিহত

নামাজ পড়ে সৈনিকদের সঙ্গে গোপন বৈঠক করতেন তাপস

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে ব্যাপক সমর্থন করছে জনগণ

উপজেলা আওয়ামী লীগ নেতার ৭ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

গার্মেন্টস শিল্পকে পরিবেশবান্ধব উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

আগামী জানুয়ারি থেকে অটোমেটেড বন্ড সিস্টেম ব্যবহার বাধ্যতামূলক

একযোগে নতুন ৭৭ ইউএনও পদায়ন, কে কোন উপজেলায়

‘রাষ্ট্র এখনো শিশুদের স্বাস্থ্য, শিক্ষা নিশ্চিত করতে পারেনি’

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সৈন্যদের দেহাবশেষ উত্তোলন ও প্রত্যাবর্তন

শাহজালালে ৪ যাত্রীর কাছ থেকে ১০২ ফোন আটক