হোম > জাতীয়

তোদের চৌদ্দগোষ্ঠী খেয়ে ফেলব, সব রেকর্ড রাখছি

পুলিশ সদস্যদের ইনুর হুমকি

স্টাফ রিপোর্টার

গত বছরের জুলাই-আগস্টে গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ করার অভিযোগ উঠেছে হাসানুল হক ইনু, শাজাহান খান, কামরুল ইসলাম ও জিয়াউল আহসানের বিরুদ্ধে। রোববার এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘তোরা আমাদের হ্যান্ডকাফ পরাতে আসিস? রাজাকারের বাচ্চা, তোদের চৌদ্দগোষ্ঠী খেয়ে ফেলব। আমাদের ছেলেমেয়েরা তোদের দেখে নেবে। তোদের সব রেকর্ড রাখছি।’

এ ছাড়া একই সুরে অকথ্যভাষায় পুলিশ সদস্যদের প্রতি উষ্মা প্রকাশ করেন অন্য তিন আসামি সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও গুম-খুনের মাস্টারমাইন্ডখ্যাত বহিষ্কৃত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।

ঘটনার সূত্রপাত হয় প্রিজনভ্যান থেকে নামানোর সময় হ্যান্ডকাফ পরানো নিয়ে।

ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে আসামিদের পক্ষের একজন আইনজীবী হ্যান্ডকাফ পরানোর বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। আদালত দায়িত্বরত পুলিশ কর্তকর্তা শহীদুল ও নুরুন্নবীর কাছে ঘটনার আদ্যোপান্ত জানতে চাইলে তারা বলেন, ‘শাজাহান খান, হাসানুল হক ইনু ও জিয়াউল আহসান আমাদের চৌদ্দগোষ্ঠী নিয়ে গাালিগালাজ করেছেন। বিভিন্ন ভাষায় হুমকি দিচ্ছেন, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। তারা ইসরাইলি বাহিনীর মতো হিংস্র আচরণ করেছেন আমাদের সঙ্গে।’

এ সময় ‘মিথ্যা মিথ্যা’ বলে ট্রাইব্যুনালে দাঁড়িয়ে যান শাজাহান খান। তিনি বলেন, ‘আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমাকে হ্যান্ডকাফ পরানো হয়েছে। এটা আমার জন্য অমর্যাদাকর।’

পরে পুলিশ সদস্য নুরুন্নবী ট্রাইব্যুনালকে জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আসামিদের এভাবে হাজির করা হয়। তখন আরেক পুলিশ সদস্য শহীদুল বলেন, প্রিজনভ্যান থেকে নামানোর সময় তাদের রাজাকারের বাচ্চা বলা হয় এবং বলা হয় তোদের দেখে নেব। শহীদুল আরো বলেন, হাসানুল হক ইনু পুলিশ সদস্যদের বলেন, ‘তোদের চৌদ্দগোষ্ঠী খেয়ে ফেলব। হাজতখানায় এসে মিটিং করে তারা ফের পুলিশ সদস্যদের হুমকি দেন।’

কাঠগড়ায় থাকা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাজাহান খান এবং কামরুল ইসলাম বলেন, ‘না না, আমরা এসব বলিনি। সব মিথ্যা কথা।’ এর জবাবে ট্রাইব্যুনাল বলে, ‘যদি কোনো আসামি উচ্ছৃঙ্খল আচরণ করে তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ। আর পুলিশও যাতে বাড়াবাড়ি না করে, সেদিক খেয়াল রাখতে হবে।’

এ বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘এটি আইনের প্রতি আসামিদের চরম হুমকি।’ এ সময় ট্রাইব্যুনালে হাজির ইনু ও শাজাহান খানকে ইস্ত্রি করা পাজামা-পাঞ্জাবি পরিহিত দেখা যায়।

এদিকে আসামিদের ট্রাইব্যুনাল থেকে বের করে শিশু একাডেমির পাশের গেট দিয়ে প্রিজনভ্যানে জেলে ফেরত নেওয়ার সময় তাদের লক্ষ্য করে পচা ডিম ছোড়ে বিক্ষুব্ধ জনতা।

এমএস

দুর্নীতিকে অগ্রহণযোগ্য করতে নাগরিকদের সক্রিয় ভূ‌মিকা রাখতে হবে

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি খাতে সম্মাননা পেলেন ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান

এক দিনে ১৮ মামলায় জরিমানা এক লাখ ৭০ হাজার টাকা

ভোটের ছুটিতে কী করা যাবে, কী করা যাবে না

দেশজুড়ে সপ্তাহব্যাপী যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৫০৪

পে স্কেলের দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন কর্মচারীরা

গণভোট নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

ফের বাড়তে পারে শীতের তীব্রতা

আগামী সপ্তাহে টানা ৪ দিনের ছুটির সুযোগ

নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আসছেন ১৬ দেশের প্রতিনিধি