হোম > জাতীয়

সাংবাদিকতায় ফোর্থ এস্টেট হতে হলে নিজেদের গড়ে তুলতে হবে

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান

আমার দেশ অনলাইন

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, একটি বহুল প্রচারিত কথা আছে ফোর্থ এস্টেট। মিডিয়া ইজ দ্য ফোর্থ এস্টেট। কিন্তু সাংবাদিকতা ফোর্থ এস্টেট হতে হলে নিজেদের গড়ে তুলতে হবে। ফোর্থ এস্টেট হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। সাহস থাকতে হবে। ফোর্থ এস্টেট হতে হলে দলীয়করণের ঊর্ধ্বে উঠতে হবে। আপনাকে কোনো দলকে ভয় পেলে চলবে না। আপনাকে সাহস দেখাতে হবে। তখনই আপনি চতুর্থ স্তম্ভ অর্জন করতে পারবেন।

বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের চার দশক পূর্তি উপলক্ষে সিনেট ভবনে আয়োজিত ‘জুলাই পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম; স্বাধীনতা, নৈতিকতা ও দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, জুলাই বিপ্লবের পর একটা নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। কারণ ১৫ বছর ধরে বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরণিত করা হয়েছিল। এটাকে একটি উপনিবেশে পরিণত করা হয়েছিল। এ থেকে বেরিয়ে আসতে হবে।

জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশেরর স্বার্থে সাংবাদিকতায় তিন দায়িত্ব আছে বলে আমি মনে করি। প্রথম দায়িত্ব- আমাদের সংবাদ প্রকাশ করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। এবং এই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে আমরা যেন কোনো দলীয় ভাবধরায় প্রভাবিত না হই। বায়াসড না হই। দলীয় ভাবধারার ঊর্ধ্বে ওঠে আপনাদের সাংবাদিকতা করতে হবে। এজন্য সংবাদপত্রের প্রধান কাজ হচ্ছে সংবাদ দেয়া।

দ্বিতীয় কাজ হলো- প্রশ্ন করতে হবে। প্রত্যেক সাংবাদিকদের কাজ হচ্ছে প্রশ্ন করা। এবং সেই প্রশ্নটা করতে হবে সব ক্ষমতাবান মানুষদের। সরকারকে প্রশ্ন করতে হবে, এস্টাবলিশমেন্টদের প্রশ্ন করতে হবে। এস্টাবলিশমেন্টদের ম্যান হলো- যার ক্ষমতা আছে তিনিই এস্টাবলিশমেন্ট। এস্টাবলিশমেন্টদের প্রশ্ন করার সাহস থাকতে হবে। প্রশ্ন করার সময় বিনয় রাখতে হবে। বিনয় না রেখে আপনি প্রশ্ন করতে পারবেন না। সাহস ও সম্মান ও ভদ্রতা নিয়ে প্রশ্ন করতে হবে।

মাহমুদুর রহমানের মতে, তৃতীয় কাজ হলো বয়ান তৈরি করতে হবে। আমরা যেন কোনো একটি বিশেষ গোষ্ঠীকে বয়ান তৈরি করতে একচ্ছত্র ক্ষমতা না দিয়ে দেই। যে পরিস্থিতিটা বাংলাদেশে সৃষ্টি হয়েছে। বাংলাদশে কোনো অল্টারনেটিভ ন্যারেটিভ তৈরি করা মিডিয়া ছিল না। যে ন্যারেটিভটা বাংলাদেশে তৈরি করা হতো দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার পর থেকে ইসলামোফোবিক ও প্রো ইন্ডিয়ান একটি ন্যারেটিভ তৈরি করা হয়েছিলো বাংলাদেশের মিডিয়াতে। সেটা চ্যালেঞ্জ করার প্রয়াজন আছে। চ্যালেঞ্জ করা কঠিন ছিল। দৈনিক আমার দেশ এই কাজটি করা শুরু করেছিল। সংবাদ তৈরি করতে গিয়ে আমার যেন জনগণের বিরুদ্ধে না যাই। রাষ্ট্রে স্বার্থের বাইরে না যাই। এই তিনটা কাজ করতে পারলে আমরা বলতে পারবো- সাংবাদিক হিসেবে সঠিক দায়িত্ব পালন করতে পারলাম।

বিচার বিভাগের পৃথক সচিবালয় অনুমোদিত

৫৯৩ চিকিৎসকের সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

প্রকাশ্যে ক্ষমা চাইলেন ছাত্রলীগ নেত্রী

পোস্টাল ভোটিংয়ের প্রথম দিনেই সাড়ে ৩ হাজার নিবন্ধন

৫০ কোটির প্রকল্প অনুমোদনসহ আরো যেসব ক্ষমতা পাবেন প্রধান বিচারপতি

নির্বাচিত সরকারকে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাধ্য করতে হবে

বাড়িতে আগুন দেয়া নিয়ে যা বললেন ডাকসু নেত্রী রাফিয়া

একদিনে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

পুলিশের মনোবল ভাঙলে ঘরবাড়ি নিজেদেরই পাহারা দিতে হবে

শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী