হোম > জাতীয়

ক্ষয়ক্ষতির সবশেষ পরিস্থিতি জানালো ফায়ার সার্ভিস

রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে পুরান ঢাকার বংশাল থানা এলাকার কসাইটুলিতে একটি ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে অন্তত তিনজন নিহত হয়েছেন।

রিখটার স্কেলে ৫.৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার অদূরে নরসিংদীর মাধবদী/ঘোড়াশালের কাছাকাছি। সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে কম্পন অনুভূত হওয়ার পরপরই নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষজন দ্রুত ঘর ও অফিস থেকে রাস্তায় নেমে আসে।

হতাহত ও দুর্ঘটনার প্রাথমিক চিত্র অনুযায়ী, পুরান ঢাকার বংশালের কসাইটুলী এলাকায় পাঁচ তলা একটি ভবনের রেলিং ভেঙে নিচে দিয়ে হেঁটে যাওয়া তিনজন পথচারীর ওপর পড়ে যায়, ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বংশাল থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি এই তথ্য নিশ্চিত করেছেন।

বংশালের এই দুর্ঘটনা ছাড়াও আরো অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে। গাবতলীতে একটি ভবনের ছাদ ধসে তিনজন গুরুতর আহত হয়েছেন। একইসঙ্গে আতঙ্কের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলের চার তলা থেকে লাফ দিতে গিয়ে চারজন ছাত্র আহত হয়েছেন। এছাড়া, ভূমিকম্পের সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে গাজীপুরের একটি গার্মেন্টের প্রায় ৩০ কর্মী আহত হয়েছেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বেশ কয়েকটি ভবনে ফাটল ও ধসের খবর পাওয়া গিয়েছিল, যা রাজধানীতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। অনেক উঁচু ভবনের বাসিন্দারা জানান, কম্পনের সময় পুরো ভবন জোরে দুলতে থাকে এবং জিনিসপত্র এলোমেলো হয়ে যায়। আতঙ্কে অনেকে চিৎকার করতে করতে দ্রুত রাস্তায় নেমে আসেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেলেও স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করে জানায় যে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুক্রবার দুপুরে এ তথ্য জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল।

আরমানিটোলা কসাইটুলি: আট তলা ভবন ধসে পড়ার খবর পাওয়া গেলেও সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট সেখানে গিয়ে নিশ্চিত করেছে যে, ভবনের কোনো ক্ষতি হয়নি। পলেস্তারার কিছু আলগা অংশ ও কিছু ইট খসে পড়েছিল। ফায়ার সার্ভিস যাওয়ার পর সেখানে কোনো হতাহত পাওয়া যায়নি।

অন্যান্য ঘটনা: খিলগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী দোতলা ভবনে একটি ইট পড়ে একজন আহত হয়েছেন। তবে স্থানীয় লোকজন কর্তৃক তাকে হাসপাতালে নেওয়ায় ফায়ার সার্ভিসের কোনো কাজ করতে হয়নি।

হেলে পড়া ও ফাটলের খবর: সূত্রাপুর স্বামীবাগ এলাকায় একটি আট তলা ভবন অন্য একটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গেলে সূত্রাপুর স্টেশন ঘটনাস্থলে যায়। এছাড়া, কলাবাগানের আবেদখালী রোডে একটি সাত তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেলেও মোহাম্মদপুর ফায়ার স্টেশন জানায়, ভবনটি ঠিক আছে এবং লোকজন আতঙ্কিত হয়েই ফোন করেছিল।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, বারিধারা ব্লক-এফ, রোড-৫ এ একটি বাসা বাড়িতে আগুন লাগার সংবাদ পাওয়া গেছে, যেখানে বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছে। তবে আগুনটি ভূমিকম্পের জন্য কিনা, তা এখনো জানা যায়নি। মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বাসা বাড়িতেও আগুন লাগার খবর পাওয়া যায়।হতাহত ও ক্ষয়ক্ষতির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞ সতর্কতা ও পরামর্শ : বিশেষজ্ঞরা এই ভূমিকম্পকে মধ্যম মাত্রার বললেও, উৎপত্তিস্থল ঢাকার কাছে এবং অগভীর হওয়ায় ক্ষয়ক্ষতি ও হতাহতের ঝুঁকি বেশি বলে সতর্ক করেছেন। তারা জনগণকে আতঙ্কিত না হয়ে কিছু সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন। এর মধ্যে রয়েছে—ভূমিকম্প চলাকালীন টেবিল বা শক্ত আসবাবের নিচে আশ্রয় নেওয়া, গ্যাস ও বিদ্যুতের সংযোগ বন্ধ করা, এবং লিফট ব্যবহার না করে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামা।

ভূমিকম্পের পর প্রধান উপদেষ্টার বার্তা

প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভবন ক্ষতিগ্রস্তের খবর, যা জানালো ফায়ার সার্ভিস

কেন কিছু মানুষ ভূমিকম্প টের পান না?

ভূমিকম্পের উৎপত্তিস্থল মাধবদী, কেঁপে উঠেছে যেসব জেলা

ভূমিকম্প আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পা ভাঙলো ঢাবি শিক্ষার্থীর

ভূমিকম্পে ঢাকার অসংখ্য ভবনে ফাটল

ভূমিকম্প হলে যে দোয়া পড়বেন

ঢাকাসহ সারা দেশে ৫.৭ মাত্রার ভূমিকম্প, জানা গেল উৎপত্তিস্থল

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূকম্পন অনুভূত

সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া