হোম > জাতীয়

মনোনয়নপত্র জমা দিয়েছেন তাসনিম জারা

স্টাফ রিপোর্টার

ডা. তাসনিম জারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রয়োজনীয় ভোটার স্বাক্ষর সংগ্রহ করে নির্বাচনি প্রক্রিয়ার প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করেছেন ডা. তাসনিম জারা।

নির্বাচন কমিশনের (ইসি) বিধি অনুযায়ী, কোনো স্বতন্ত্র প্রার্থীকে নিজ নিজ নির্বাচনি এলাকার মোট নিবন্ধিত ভোটারের অন্তত ১ শতাংশের স্বাক্ষর সংগ্রহ করতে হয়। সে হিসেবে ঢাকা-৯ আসনে তাসনিম জারাকে ন্যূনতম ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হয়েছে।

গত রোববার তিনি স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করেছিলেন। খিলগাঁও ও বাসাবো এলাকায় বুথ স্থাপন করে ভোটারদের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করা হয়। অবশ্য সোমবার দুপুরের মধ্যেই তার টিম নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি স্বাক্ষর সংগ্রহ করতে সক্ষম হয় বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

এরপর তাসনিম জারা সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কাছে সংগৃহীত স্বাক্ষর জমা দেন।

জামায়াতের সঙ্গে এনসিপির জোট গঠনের পর দল থেকে সরে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন তাসনিম জারা।

শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচি থেকে খেলনা পিস্তলসহ যুবক আটক

ঢাকার ২০টি আসনে ২৪৮ জনের মনোনয়ন জমা

অবশেষে কমলো স্বর্ণের দাম

শহীদ ওসমান হাদি হত্যা মামলার বিশেষ আইনি পরামর্শদাতা নিয়োগ

আমরা নতুন করে শুরু করব: মাহফুজ আলম

দুর্যোগপূর্ণ আবহাওয়া, তীব্র শীতে কাঁপছে সারা দেশ

জঙ্গি নাটকের পুনরাবৃত্তি দেখতে চাই না: হেফাজতে ইসলাম

রেলের ক্ষতি না করার আহ্বান কর্তৃপক্ষের

নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা

বিজিবি দিবস: কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান