হোম > জাতীয়

অ্যাটর্নি জেনারেল পদে থেকেও নির্বাচন করা যায়

সাংবাদিকদের আসাদুজ্জামান

স্টাফ রিপোর্টার

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তিনি সংবিধান অনুযায়ী বর্তমান পদ না ছেড়েও জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরানো নিয়ে আপিল বিভাগের শুনানির পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।

মো. আসাদুজ্জামান জানান, অ্যাটর্নি জেনারেল সরকারি কোনো কর্মচারী নন। তিনি সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের আইনজীবী। এটি সরকারি কোনো কর্মচারীর পদ নয়। অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করে অথবা না করেও নির্বাচন করতে পারেন, এটি প্রতিষ্ঠিত। ‘আমার দায়িত্ব পালনের সময় আমি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল,’ যোগ করেন তিনি।

মানুষ মনে করেন অ্যাটর্নি জেনারেল নিরপেক্ষ থাকবেন- সাংবাদিকদের এমন মন্তব্যের জবাবে আসাদুজ্জামান বলেন, ‘অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের পক্ষের। এমনকি অ্যাটর্নি জেনারেল যদি মনে করেন কোনো ঘটনায় সরকারের কোনো পদক্ষেপ সমর্থনযোগ্য না, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, তাহলে সেটার বিরোধিতা করা। সেটাই হলো আইন।

এসময় তিনি আরও বলেন, ‘পদে থেকেও নির্বাচন করা যাবে। এতে আইনে কোনো বাধা নেই।’

আসাদুজ্জামান দাবি করেন, অ্যাটর্নি জেনারেলের নির্বাচন করা নিয়ে বুধবার (৫ নভেম্বর) সংবাদ ঠিকভাবে প্রচার হয়নি।

এর আগে বুধবার (৫ নভেম্বর) অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করার ঘোষণা দেন মো. আসাদুজ্জামান।

এদিন সাংবাদিকদের এক প্রশ্নে ঝিনাইদহ-১ আসনে প্রার্থী হওয়ার বিষয়টি উল্লেখ করলে তিনি জবাব দেন, আমার অ্যাটর্নি জেনারেল পোস্ট ছেড়ে দিয়ে নির্বাচন করব। যখন সময় আসবে তখন পদত্যাগ করব।

বিএনপির মনোনয়ন নিশ্চিত কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি অশাবাদী, শতভাগ।

৮ নভেম্বরকে ‘গণপ্রকৌশল দিবস’ ঘোষণার দাবি

সংসদ নির্বাচনে প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় ইসি

ডা. জাকির নায়েকের সফর বাতিল করায় বিস্মিত আয়োজকরা

ইসির নিবন্ধন পেল দেশি ৬৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থা

৫২৫ কোটি টাকা আত্মসাৎ: ৬ রিক্রুটিং এজেন্সির নামে মামলা

স্ত্রীসহ সাবেক সেনা কর্মকর্তা সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শুক্রবার থেকে ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আগামী বৃহস্পতিবারের মধ্যে সিসিটিভি যুক্ত ভোটকেন্দ্রের তালিকা চায় ইসি

জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫ অনুমোদন, বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি

জাতিসংঘে আ.লীগের চিঠি, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা