হোম > জাতীয়

ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ

বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টা

স্টাফ রিপোর্টার

ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র-জনতাকে সরিয়ে দিতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। ছবি : আমার দেশ

পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন উত্তপ্ত হয়ে ওঠেছে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা। সোমবার দুপুরে শেখ মুজিবুর রহমানের সাবেক বাসভবন অভিমুখে বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টা করলে ছাত্র-জনতার সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন ছাত্র-জনতা আহত হয়েছেন।

​সরেজমিনে দেখা যায়, সোমবার দুপুর ১২টার দিকে ট্রাকে করে দুটি বুলডোজার মিরপুর রোডে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের মুখে এসে পৌঁছায়। এ সময় কিছু তরুণ বুলডোজারে উঠে স্লোগান দিতে থাকেন। শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ‘জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদ’সহ বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা এই বুলডোজার নিয়ে আসেন।

​এ সময় ধানমন্ডি ৩২ নম্বরে মোতায়েন থাকা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বুলডোজার দুটি প্রবেশে বাধা দেন। দেশের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কাজ করতে দেওয়া হবে না বলে জানায় নিরাপত্তা বাহিনী। তবে সেখানেই ছাত্র-জনতা অবস্থান নেয়।

বেলা ১টার দিকে বাধার মুখে ছাত্র-জনতার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ ছাত্র-জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে।

​সংঘর্ষের পর পুলিশ বুলডোজার দুটিকে হোটেল এরামের বিপরীতে সরিয়ে দেয় এবং কঠোর নিরাপত্তা বজায় রাখে। পুরো এলাকাজুড়ে বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনা সদস্য মোতায়েন রয়েছে।

​গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা প্রথমবার ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর চলতি বছরের ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ কর্মসূচি থেকে বাড়িটির অর্ধেকের বেশি অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। আন্দোলনকারীরা বাড়িটিকে ‘ফ্যাসিবাদের আস্তানা’, ‘ফ্যাসিবাদের আঁতুড়ঘর’ আখ্যায়িত করে সেটি গুঁড়িয়ে দিয়ে নিশ্চিহ্ন করার দাবি জানিয়ে আসছে। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে তারা ফের বুলডোজার নিয়ে আসার চেষ্টা করেন।

​গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা প্রথমবার ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর চলতি বছরের ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ কর্মসূচি থেকে বাড়িটির অর্ধেকের বেশি অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। আন্দোলনকারীরা বাড়িটিকে ‘ফ্যাসিবাদের আস্তানা’, ‘ফ্যাসিবাদের আঁতুড়ঘর’ আখ্যায়িত করে সেটি গুঁড়িয়ে দিয়ে নিশ্চিহ্ন করার দাবি জানিয়ে আসছে। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে তারা ফের বুলডোজার নিয়ে আসার চেষ্টা করেন।

অপসংস্কৃতি মানুষকে অসুন্দরের পথে নিয়ে অন্ধকারে ঠেলে দেয়

দায়িত্ব নেয়ার দিন থেকেই বিদায়ের প্রস্তুতি নিয়ে রেখেছি

জুলাই সনদের মূল কথা মানুষের অধিকার বুঝিয়ে দেওয়া

শনিবার শুরু হচ্ছে যাকাত ফেয়ার

১৪ বছর পর করাচি গেল বিমানের ফ্লাইট

সরকারি চাকরিজীবীরা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে ভোট চাইতে পারবেন না

নির্বাচনে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান সেনাপ্রধানের

নাইকো মামলায় রায়: বাংলাদেশ পাবে ৪২ মিলিয়ন ডলার

কোনো দলের প্রতি ন্যূনতম পক্ষপাতিত্ব সহ্য করা হবে না

পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ জারি