হোম > জাতীয়

শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার করা জুলুম: বায়তুল মোকাররম খতিব

ইনসাফ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার

শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার করাটা তাদের ওপর জুলুম বলে মন্তব্য করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক। শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে নারীর মর্যাদা, নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত ইনসাফ ফাউন্ডেশনের আত্মপ্রকাশমূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

শিক্ষার্থীদের অধিকার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি বললে হয়তো আপনাদের কাছে তাজ্জব লাগতে পারে। ছাত্রদেরকে যে রাজনীতিতে ব্যবহার করা হয়, এটা ছাত্রদের উপর জুলুম। কলেজ ভার্সিটির ছাত্রদেরকে রাজনীতিতে ব্যবহার করা হয়, এটি তাদের সাথে অন্যায়।

তিনি বলেন, এই যে প্রত্যেক রাজনৈতিক দলের ছাত্র দল (সংগঠন) আছে। তারা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রদের ব্যবহার করে। এটা ছাত্রদের উপর জুলুম। এমনকি ইসলামি দলগুলোও ছাত্রদেরকে রাজনীতিতে ব্যবহার করছে। এটা অন্যায়। এটাও তাদের উপর জুলুম।

এসময় তিনি তার বক্তব্যে বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ সব মানুষের অধিকার, মর্যাদা ও সম্মান রক্ষায় সকলকে কাজ করার আহ্বান জানান।

সেমিনারটিতে 'নারীর অধিকার ও মর্যাদা; বর্তমান বাস্তবতা : আমাদের করণীয়' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইনসাফ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক শাইখুল হাদীস মাওলানা আবুল বাশার।

সংগঠনটির সভাপতি মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে সেমিনারটিতে এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা আহমেদুল হক, অধ্যাপক ড. লুতফুল কবির, অধ্যাপক মাওলানা ড. এবিএম হিজবুল্লাহ, ড. মুহাম্মদ নাজিবুর রহমান, মাহমুদুল হাসান সোহাগ, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে দেশ-জাতি-রাষ্ট্রে নারীর মর্যাদা, নিরাপত্তা ও সচেতনতা তৈরীতে বাস্তব ও সামাজিক বিভিন্ন উদাহরণ দিয়ে সংগঠনটিকে নানাবিধ পরামর্শ দেন।

সাভারে রিসোর্টে সাড়ে তিন ঘণ্টা গোপন বৈঠক

ফিরে এসো হাদি, প্রার্থনায় সয়লাব সামাজিকমাধ্যম

র‌্যাব যথাযথ ব্যবস্থা নিলে বদলে যেতে পারত চিত্র

চার দিনেও শুটার অধরা, চলছে ম্যারাথন অভিযান

আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিজয় দিবসে গুণীজন সম্মাননা পেলেন সৈয়দা ইকবাল মান্দ বানু

বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক মিশন নিয়োগ ইউরোপীয় ইউনিয়নের

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা আটক, তিন অস্ত্র ও গুলি উদ্ধার

হাদিকে গুলি: ফয়সালের বোনের বাসার পাশ থেকে গুলি–ম্যাগাজিন উদ্ধার

হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের বাবা গ্রেপ্তার, ৩ অস্ত্র উদ্ধার