হোম > প্রকৃতি ও পরিবেশ

বিশ্বের ১২৬ শহরের তালিকায় বায়ুদূষণে শীর্ষ দ্বিতীয় নম্বরে ঢাকা

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

বিশ্বের ১২৬টি শহরের মধ্যে বায়ুদূষণে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা। শুষ্ক মৌসুম শুরুর পর রাজধানীর বায়ুদূষণ দ্রুত বাড়ছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ারের তাৎক্ষণিক সূচকে এ তথ্য উঠে আসে।

লাইভ বায়ুমান সূচকে দেখা যায়, দিল্লি ২৮৩ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর। এর ঠিক পরেই ২৩৫ স্কোর নিয়ে আছে ঢাকা। বাতাসের এই মানকে বিশেষভাবে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। এ কারণে জানালা বন্ধ রাখা এবং বাইরে বের হলে মাস্ক পরার পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।

সকালে ঢাকার যেসব এলাকায় দূষণ সবচেয়ে বেশি ছিল—দক্ষিণ পল্লবী (২৭১), ইস্টার্ন হাউজিং (২৫৭), বে’জ এইজ ওয়াটার আউটডোর, মাদানী এভিনিউ (২৫৩), কল্যাণপুর (২৪৪), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২২৫), খিলগাঁওয়ের গোড়ান (২০৫), পেয়ারাবাগ রেললাইন (১৮৫) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুকাররাম ভবন এলাকা (১১৮)। পাকিস্তানের লাহোর ২৩০ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।

একিউআই অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত স্কোর ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়, যা সবার জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

পরিবেশ ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে সরকার

সারা দেশের মতো রাজধানীতেও বাড়ছে শীত

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো ১১ ডিগ্রিতে, দিনে জ্বলছে হেডলাইট

ঢাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

রাজধানীর আকাশ আজ কেমন থাকবে, জানালো আবহাওয়া অফিস

ঢাকায় তাপমাত্রা ১৭ ডিগ্রিতে নেমেছে

ঘূর্ণিঝড় ডিটওয়াহর কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই

বাংলাদেশ থেকে আর যতটা দূরে রয়েছে ঘূর্ণিঝড় ডিটওয়াহ

ঢাকায় তাপমাত্রা কত ডিগ্রিতে নামল