হোম > প্রকৃতি ও পরিবেশ

সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত, সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যার উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার রাতের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিম্নচাপটি বর্তমানে ১৮.৮° উত্তর অক্ষাংশ ও ৮৪.৮° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। সন্ধ্যা ৬টার সময় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সকাল নাগাদ দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দর এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার এলাকায় বাতাসের সর্বোচ্চ স্থায়ী গতি ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এতে ওই এলাকায় সাগর উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

দেশের আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

দিন-রাতের তাপমাত্রা কমবে, বাড়বে শীত

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে

ঢাকায় তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রিতে

ঢাকায় বাড়ছে শীতের অনুভূতি, ১৬ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

তাপমাত্রা কমে শীতের আমেজ বাড়ছে

ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

বায়ুদূষণে ঢাকাকেও ছাড়িয়ে গেল যে জেলা

ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে

শীতে কাঁপছে কুড়িগ্রাম, তাপমাত্রা ১২ ডিগ্রিতে