হোম > প্রকৃতি ও পরিবেশ

সন্ধ্যার পর রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস

লঘুচাপ আর মৌসুমি বায়ুর প্রভাব

স্টাফ রিপোর্টার

আজ রোববার সন্ধ্যার পর রাজধানীতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকে রাজধানী ও এর আশপাশের আকাশ মেঘলা রয়েছে। সংস্থাটি এরই মধ্যে দুপুর একটার পর থেকে পরবর্তী ছয়ঘন্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, লঘুচাপ আর মৌসুমি বায়ুর প্রভাবেই আজ বৃষ্টি হচ্ছে। সন্ধ্যার পর রাজধানীতে বৃষ্টি বাড়তে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম।

এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এটি এখন ভারতের পশ্চিমবঙ্গ, ওডিশা ও বিহারের স্থল এলাকায় অবস্থান করছে। এর প্রভাবেই দেশের দুইদিন ধরে উত্তরাঞ্চলে বেশি বৃষ্টি হচ্ছে।

গত দুইদিনের ন্যায় আজ রোববারও রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দেওয়া তথ্য মতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এসময় রাজধানীতে আজও উত্তরের বিভিন্ন এলাকায় জেলায় বৃষ্টি হচ্ছে।

এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে উত্তরের তিন বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বহাল রয়েছে।

রাজধানীতে তাপমাত্রা কেমন থাকবে, জানালো আবহাওয়া অফিস

যেসব অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

টেকসই কৃষি নিরাপত্তা নিশ্চিতকরণে বিএডিসির ভূমিকা অনন্য

৩ বিভাগে বৃষ্টির আভাস

সাগরে লঘুচাপ, টানা পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস

আজ রাজধানীর আবহাওয়া কেমন থাকবে, জানালো আবহাওয়া অফিস

ঢাবির বকুলতলায় সুর ও ছন্দে শরৎ উৎসব উদযাপন

দেশের উপকূলীয়-পূর্বাঞ্চলে বৃষ্টির আভাস

মৌসুমী বায়ুর বিদায় উত্তরাঞ্চলে ঘন কুয়াশা, শৈত্যপ্রবাহের পূর্বাভাস

মৌসুম বদলের ইঙ্গিত, কোথাও হতে পারে হালকা বৃষ্টি