হোম > প্রকৃতি ও পরিবেশ

ঘূর্ণিঝড় ‘মন্থা’: গতিবিধি সম্পর্কে যা জানা যাচ্ছে

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরো ঘণীভূত হয়েছে। গত রাতে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ‘মন্থা’ নাম ধারণ করেছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে মঙ্গলবার সন্ধ্যা কিংবা রাতে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টির একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল থেকে অনেক দূরে অবস্থান করায় এর তেমন কোনো সরাসরি প্রভাব দেশের ওপর পড়বে না। তবে এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টি এবং মঙ্গলবার রাত থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল থেকে অনেক দূরে থাকায় বাতাসের গতি তুলনামূলক কম। তবে গভীর সমুদ্রে বাতাসের গতি বেশ বেশি রয়েছে। তাই জেলেদের গভীর সাগরে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

সোমবার সকালে আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিবাগত রাত ৩টার সময় ঘূর্ণিঝড় ‘মন্থা’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৩৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ১,৩০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা থেকে ১,২৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা থেকে ১,২৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে এবং ২৮ অক্টোবর সন্ধ্যা বা রাতে ভারতের উপকূল অতিক্রম করতে পারে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর অত্যন্ত উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে দেশের ৪টি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় ২ নম্বর দূরবর্তী সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত, ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত

এবার শীত দেরিতে আসলেও হবে দীর্ঘ ও তীব্র

গভীর নিম্নচাপটি রাতেই ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে

দশ বছরেই একশ বছরের বন, কী এই ‘মিয়াওয়াকি ফরেস্ট’

ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরের নিম্নচাপ

শক্তি সঞ্চয় করছে ঘুর্ণিঝড় ‘মন্থা’, গতিপ্রকৃতি সম্পর্কে যা জানা যাচ্ছে

মেঘলা থাকতে পারে আজ ঢাকার আকাশ

সাগরে নিম্নচাপ, ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা

ঢাকার আকাশ আজ কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

আজ মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ