হোম > রাজনীতি

অগ্নিকাণ্ডগুলো ‘একই সূত্রে গাঁথা’: সালাহউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার

দেশের কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘একই সূত্রে গাঁথা’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি মনে করেন, দেশের অস্থিরতা সৃষ্টি করার জন্য ‘কোনো কোনো গোষ্ঠী’ এগুলো করে থাকতে পারে এবং এর সঙ্গে ‘পতিত ফ্যাসিবাদ’ জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তবে তিনি বলেন, বিষয়গুলো তদন্তাধীন থাকায় তদন্তের আগে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না।

রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তাকে ক্ষমা চাওয়ার আহ্বানকে স্বাগত জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, একটি রাজনৈতিক দল ক্ষমা চাইতে আহ্বান করেছে এবং এটিকে তিনি স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, গণতান্ত্রিক চর্চা এমনই হওয়া উচিত। যথেষ্ট সম্মানের সঙ্গে তারা কথাগুলো বলেছেন।

বক্তব্যের অপব্যাখ্যা ও ‘জুলাই যোদ্ধা’ প্রসঙ্গ বিএনপির এই নেতা তার বক্তব্যকে ‘আংশিক কাটছাঁট করে প্রচার করা হয়েছে’ বলে দাবি করেন। তিনি বলেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন— ‘জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠন তাঁদের সঙ্গে যোগাযোগ করেছিল এবং ঐক্যমত্য কমিশনের সঙ্গেও যোগাযোগ করেছিল। তিনি নিজেও তাদের যৌক্তিক দাবি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এবং পরে ঐক্যমত্য কমিশন জুলাই সনদ সংশোধন করেছে।

সংসদের সামনে বিশৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, তিনি খোঁজ নিয়ে জেনেছেন, তদন্তাধীন এই ঘটনায় ‘জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্রনামধারী উশৃঙ্খল লোক প্রবেশ করেছে।’ এদেরকে তিনি ‘ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী’ বলে মনে করেন। তাঁর মতে, ‘জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত সঠিক কোনো সংগঠন বা যোদ্ধা’ সেখানে থাকতে পারে না।

সালাহউদ্দিন আহমদ দাবি করেন, তার বক্তব্যের মাধ্যমে তিনি ‘জুলাই যোদ্ধাদের সম্মানিত করার চেষ্টা করেছেন’ যাতে উশৃঙ্খল কর্মকাণ্ডের জন্য তাদের দায়ী করতে না পারে এবং তাদের সম্মানহানি না হয়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বাহিনী বিভিন্ন জায়গায় এখনো বিশৃঙ্খলা করার চেষ্টা করছে— সেটা গতকাল দৃশ্যমান হয়েছে।

ছুটির দিনে রাজধানীতে নির্বাচনি প্রচার জমজমাট

তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচয় করে দিলেন মির্জা ফখরুল

তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন ৪৮ শতাংশ মানুষ

ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে

ধানের শীষে সিল মারুন, হ্যাঁ-এর পক্ষে রায় দিন

ধানের শীষে ভোট দিলে আ.লীগকে রাজনীতির সুযোগ দেবেন তারেক রহমান

উন্নয়ন ও সার্বভৌমত্বের প্রশ্নে ধানের শীষের বিকল্প নাই: রবিন

এনসিপির ইশতেহার: সব প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ১ মাস ছুটির অঙ্গীকার

দায়িত্ব পেলে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম করব

বিএনপির ২২ নেতাকর্মীর পদত্যাগ