হোম > রাজনীতি

স্থানীয় বিতর্কে জাতীয় নির্বাচন পেছানো যাবে না: রিজভী

স্টাফ রিপোর্টার

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি গণতান্ত্রিক বিশ্বাসী দল ক্ষমতায় থাকলে অবাধ সুষ্ঠু নির্বাচন স্থানীয় সরকারে হওয়া সম্ভব। এই (জাতীয় না স্থানীয় সরকার নির্বাচন আগে) বিতর্ক করে জাতীয় সরকারকে পিছিয়ে দেয়ার কিছু নেই।

শুক্রবার সকাল ৮টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন করা। একই সঙ্গে প্রয়োজনীয় কিছু সংস্কার করা। কিন্তু আগে স্থানীয় নাকি জাতীয় নির্বাচন; এই বিতর্কে অন্তর্বর্তী সরকারের অংশ নেয়া উচিত নয়। জনগণের ক্ষমতা জনগণকেই ফিরিয়ে দিতে হবে। জনগণই নির্ধারণ করবে স্থানীয় বা অন্যান্য নির্বাচন কখন হবে।

তিনি বলেন, তরুণরা ভোট দিতে পারেনি। তারা ভোট কি জানে না। কারণ ১৭ বছর দিনের ভোট রাতে হয়েছে। মূলত গণতন্ত্রকে ধ্বংস করতেই এসব করেছে আওয়ামী লীগ। তাই জনগণকে আশ্বস্ত করতেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে। এটা সরকারের দায়িত্ব।

ফেসবুকে বিএনপি নেতাদের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি প্রচারণা নিয়ে রিজভী বলেন, আমাদের কিছু কিছু নেতা বা কেউ কেউ ফেসবুকে লিখছেন যে, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন আর বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন… এটা নিজেদের ব্যক্তিগত অভিমত হতে পারে। তবে এটা আমাদের দলের অবস্থান নয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসিরুদ্দিন অসীম, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, কার্যনির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন প্রমুখ।

হাদি ইস্যুতে সর্বদলীয় প্রতিরোধ সভায় বিএনপি ছিল না কেনো

তারেক রহমানের জন্য বাসভবন ও অফিস প্রস্তুত

মহান বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানালো ডিআরইউ

সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: গোলাম পরওয়ার

রাজধানীতে এনসিপির আগ্রাসনবিরোধী যাত্রা শুরু

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রিল মেকিং প্রতিযোগিতা

একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ

৫০ এমপি প্রার্থীকে হত্যা করবে আওয়ামী লীগ: রাশেদ খান

গোলাম আযমকে সূর্যসন্তান বলে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে জামায়াত

আজ লন্ডনে শেষ কর্মসূচি পালন করবেন তারেক রহমান