হোম > রাজনীতি

পথে তারেক রহমান, মঈন খানের নেতৃত্বে স্মৃতিসৌধে শ্রদ্ধা

আমার দেশ অনলাইন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধের পথে রয়েছেন। বর্তমানে তাকে বহনকারী গাড়িটি গাবতলী সড়কে জাতীয় স্মৃতিসৌধের অভিমুখে রয়েছে।

তবে সূর্যাস্তের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় স্মৃতিসৌধে পৌঁছাতে না পারায় তার পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সিনিয়র নেতারা।

শুক্রবার বিকেল ৫টা ৬মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন তারা। সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল জানায়, মহান জাতীয় স্মৃতিসৌধ বেদীতে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে পৌঁছানোর সম্ভব না হওয়া বিকেল ৫টা ৬ মিনিটে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর রায়, ডক্টর আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর।

এ ছাড়াও ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ডা. দেওয়ানা মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদদীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান, মেজর জেনারেল অব. ফজলে এলাহী আকবর ও মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

কেমন শিক্ষা ব্যবস্থা চান, জানালেন জামায়াত আমির

শিবির তোমাদের কাঁধে অসংখ্য শহীদের লাশ: জামায়াত আমির

শিবিরের নবনির্বাচিত সভাপতি-সেক্রেটারিকে নিয়ে যা বললেন জামায়াত আমির

বাবার কবরের পাশে কাঁদলেন তারেক রহমান

সেদিন তারেক রহমানের সঙ্গে মান্নার কী কথা হয়েছিল, জানালেন স্ত্রী

৩০০ আসনেই আমাদের সর্বাত্মক দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতে হবে

যে কারণে তারেক রহমান পৌঁছানোর পূর্বেই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

বিএনপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ

শিবিরের নতুন সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ

কবর জিয়ারত শেষে স্মৃতিসৌধের পথে তারেক রহমান