ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শাহাদাত বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জুলাই বিপ্লবের এই অগ্রনায়কের শাহাদাতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের গভীর শোক জানিয়েছে বাংলাদেশ হেফাজতে ইসলাম।
দলটির আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।
বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা আজ জুমায় দেশের প্রতিটি মসজিদের মিম্বার হতে ওসমান হাদির হত্যার তীব্র প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন।