গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রার সমাবেশ শেষে ফেরার পথে ছাত্রলীগ হামলা চালিয়েছে দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে ।
বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। এদিকে হাসনাত আব্দুল্লাহকে নিরাপদে সরিয়ে নিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির গাড়িবহরকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করার সময় অবস্থান নেয় পুলিশ ও সেনাবাহিনী। এসময় চাপে পড়ে পুরো গাড়িবহর। পরে হাসনাত আব্দুল্লাহসহ এনসিপি নেতাদের নিরাপদে সরিয়ে নেয় পুলিশ।
এর আগে সকালের দিকে পদযাত্রার সমাবেশে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির চলতে থাকায় নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমাবেশস্থলে ছিল না। এই সুযোগে হেলমেট পরে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশে ভাঙচুর চালায়। এ সময় চেয়ার টেবিলসহ অনুষ্ঠানের মঞ্চের হামলা চালায়।