হোম > রাজনীতি

রোগ-শোক-সংকটেও দেশকে ছেড়ে যাননি খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের প্রেরণা বেগম খালেদা জিয়া। কত রোগ-শোক ও সংকটের মধ্যেও এই দেশকে মৃত্তিকাকে ছেড়ে যাননি। এটা আমাদের কত বড় অহংকার—তার মতো নেতৃত্ব আমরা পেয়েছি।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলাদল আয়োজিত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

রিজভী বলেন, আমাদেরকে গহীন অন্ধকারের মধ্যে আলোর পথ দেখিয়েছেন বেগম খালেদা জিয়া। সংকটের মধ্যেও কীভাবে মাথা উঁচু করে থাকতে হয়, প্রতিপক্ষের বিরুদ্ধে কীভাবে সংযমী হয়ে কথা বলতে হয়, তিনি আমাদের সেই শিক্ষা দিয়েছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া স্বামী হারিয়েছেন, বাড়ি হারিয়েছেন, সকল কিছু হারিয়েছেন, চোখের সামনে সন্তানদের নির্যাতন দেখেছেন, তারপরও তিনি এই দেশ—মানুষ, মাটি, পানি—ছেড়ে যাননি। এক অদ্ভুত বিশাল হৃদয় নিয়ে, অদ্ভুত দেশপ্রেম নিয়ে, স্বামীর রেখে যাওয়া বাংলাদেশকে রক্ষার অঙ্গীকার নিয়ে তিনি থেকেছেন। অথচ দেখেছি—আরেকজন, একটু সমস্যা হলেই পালিয়ে গেছেন। দেশ ছেড়ে চলে গেছেন।

রিজভী বলেন, আজ দেখলাম—অগ্রণী ব্যাংকের ভল্টে ৮৩২ ভরি সোনা, শেখ হাসিনার দুইটি ভল্টে! কত বড় চোর হলে এসব সম্ভব? সে জানে সে চোর। দেশনেত্রী বেগম জিয়ার ব্যাংকে তো কোনো সোনা পাওয়া যায়নি। শেখ হাসিনা ও তার লোকেরা বড় বড় কথা বলত—‘বঙ্গবন্ধুর কন্যা দেশ ছেড়ে পালায় না’! কিন্তু যাদের চরিত্র চোরের, ডাকাতের, দস্যুর—তারা তো কাপুরুষ। আর যখন ডাকাত—দস্যু—চোররা ধাওয়া খায়, তখন সবকিছু ফেলেই পালাতে হয়।

তিনি বলেন, আগামী নির্বাচন রমজানের আগে ফেব্রুয়ারি মাসে—এটা যাতে অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে, সরকারও যেটা অঙ্গীকার করেছে—সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে অধিকার জনগণের, সেটা নিশ্চিত হোক।

ঐক্য থাকলে কোনো চক্রান্তই সফল হবে না: তারেক রহমান

আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তি পরিদর্শনে জামায়াত আমির

ফজলুর রহমানের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কৌতূহল

নতুন জোটের আত্মপ্রকাশ কাল

‘নিঃস্ব আমি রিক্ত আমি’ বলা হাসিনার ব্যাংকের ভল্টে ৮৩২ ভরি স্বর্ণ

সরকারি উপহারও গোপন ভল্টে রেখেছিলেন হাসিনা

দুর্নীতিকে লাল ও সন্ত্রাসকে কালো কার্ড দেখানো হবে: জামায়াত আমির

কড়াইল বস্তির আগুন: তারেক রহমানের গভীর উদ্বেগ

বাউল আবুল সরকারের ইস্যুতে যা বললো এনসিপি

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর সাবেক স্বাস্থ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ