হোম > রাজনীতি

জাতীয় সমাবেশ নিয়ে ডিএমপির সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক

স্টাফ রিপোর্টার

সাতদফা দাবিতে ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী। ওই সমাবেশের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থা, ঢাকার বাইরে থেকে আসা গাড়ির ব্যবস্থাপনা ও সার্বিক বিষয়ে মঙ্গলবার ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতের একটি প্রতিনিধি দল।

ডিএমপি কার্যালয়ে বিকাল তিনটা থেকে প্রায় পৌণে দুইঘন্টা ধরে বৈঠক চলে। বৈঠকে জামায়াতে ইসলামীর ৭ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরে নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোঃ দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত কমিশনার ক্রাইমস এন্ড অপারেশন নজরুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম কমিশনার অপারেশনস মো. শহিদুল্লাহ সঞ্চালনায় ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তা সভায় অংশ নেন। সভাশেষে এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের উদ্দেশে সভার আলোচ্য বিষয় তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ সময় তিনি জানান, ডিএমপি’র অতিরিক্ত কমিশনার ক্রাইমস এ্যান্ড অপারেশন নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।

তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচয় করে দিলেন মির্জা ফখরুল

তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন ৪৮ শতাংশ মানুষ

ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে

ধানের শীষে সিল মারুন, হ্যাঁ-এর পক্ষে রায় দিন

ধানের শীষে ভোট দিলে আ.লীগকে রাজনীতির সুযোগ দেবেন তারেক রহমান

উন্নয়ন ও সার্বভৌমত্বের প্রশ্নে ধানের শীষের বিকল্প নাই: রবিন

এনসিপির ইশতেহার: সব প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ১ মাস ছুটির অঙ্গীকার

দায়িত্ব পেলে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম করব

বিএনপির ২২ নেতাকর্মীর পদত্যাগ

বিএনপির নারী কর্মীরা জামায়াত-শিবিরের আক্রমণের শিকার হচ্ছে: রিজভী