হোম > রাজনীতি

আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত তৈরি করতে হবে: দুলু

নিউইয়র্কে বিএনপির বিক্ষোভ সমাবেশ

এমএ নোমান, নিউইয়র্ক থেকে

বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। সন্ত্রাস, নৈরাজ্য আর মব সৃষ্টি করাই এদের একমাত্র কাজ। গত সাড়ে ১৫ বছরে এরা দেশটাকে পঙ্গু করে দিয়েছে। আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত তৈরি করতে হবে।

বৃহস্পতিবার রাতে নিউইয়র্কের জেকসন হাইটস এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বিএনপি নেতারা শুক্রবার জাতিসংঘের সদর দপ্তরের সামনে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউইয়র্ক সাউথ বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদিউল আলমের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট।

সমাবেশে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ, ডেনমার্ক বিএনপির সভাপতি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গাজী মনির, বিএনপি নেতা গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া, নিউইয়র্ক স্টেট বিএনপি সভাপতি অলিউল্লা আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, ভিপি জসিম, নিউ ইয়র্ক মহানগর বিএনপি নর্থের সভাপতি আহবাব চৌধুরী খোকান, সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, নিউইয়র্ক স্টেট বিএনপির সাবেক যুগ্মআহবায়ক দেওয়ান কাওসারসহ যুক্তরাষ্ট্র বিএনপি, সহযোগী সংগঠন এবং বিভিন্ন স্টেট বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।

মুহিবুল্লাহ মাদানীকে অপহরণের সাথে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে

ভারতীয় এজেন্ট উগ্রবাদী ইসকনকে নিষিদ্ধ করতে হবে

কয়েকটি রাজনৈতিক দলের চাপে সরকার দিশেহারা

নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘পদত্যাগ’ ইস্যুতে যা বলছেন এনসিপি নেতারা

কলকাতার নিউ টাউনে শিগগির কাদেরের নেতৃত্বে ‘চা-চক্র’

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা বলল এনসিপি

ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে: জামায়াত আমির

বদলে গেল নাম, বাগছাস এখন ‘জাতীয় ছাত্রশক্তি’

ভারতবিরোধিতার কারণে গোলাম আযম শহীদ হয়েছেন: ব্রিগেডিয়ার আযমী

ইমামকে অপহরণে ইসকনের ভূমিকা উদ্বেগজনক: জমিয়তে উলামা