হোম > রাজনীতি

উত্তরায় সৌহার্দ্য, পরিবর্তন ও শান্তির অঙ্গীকারে বিএনপির ব্যতিক্রমী মিছিল

স্টাফ রিপোর্টার

সৌহার্দ্য, পরিবর্তন ও শান্তির অঙ্গীকারকে সামনে রেখে রাজধানীর উত্তরা এলাকায় ভিন্নধর্মী এক মিছিল করেছে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার অনুষ্ঠিত এ মিছিলে অংশ নেন তৃণমূল থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের শতাধিক নেতা এবং কয়েক হাজার কর্মী।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সাগীরের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। পৃথকভাবে নেতৃত্ব দেন— ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা কামাল হৃদয়, ঢাকা মহানগর উত্তর যুবদলের সদ্য সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েল এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রবিউল আওয়াল ভূঁইয়া রবি।

মিছিলে কোনো ব্যক্তিকে উদ্দেশ করে স্লোগান না দেওয়া এবং কোনো ব্যক্তির ছবি বা পোস্টার বহন না করার মধ্য দিয়ে ছিলো ভিন্নতার ছাপ। শুধুমাত্র বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বড় তিনটি ছবি ছিলো। তিনটি ভ্যানে তিনটি প্ল্যাকার্ডে প্রদর্শিত হয়— চেন্জ ইউরসেলফ টু চেন্জ বাংলাদেশ। জাতীয় ও দলীয় সহস্রাধিক পতাকা হাতে নিয়ে মিছিলে কয়েক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

হাফিজুর রহমান সাগীর বলেন, তৃণমূলের বহু নেতা-কর্মী আজও পদ-পরিচয়হীন। প্রার্থীদের নির্বাচনমুখী প্রস্তুতির বাইরেও আমরা তাদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করতে অধিকারের এই মিছিল করছি।

স্বেচ্ছাসেবক দলের নেতা মোস্তফা কামাল হৃদয় বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে পরিবর্তন ও পরিচ্ছন্ন রাজনীতির কথা বলছেন— আমরা সেই পরিবর্তন বাস্তবায়নে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের রাজনীতি পরিবর্তনের জন্য, মানুষের জন্য।

যুবদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েল বলেন, মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা ফিরিয়ে আনতেই আমরা পরিবর্তনের রাজনীতির কথা বলছি। শুধু বক্তব্য নয়— আমরা তা কাজে প্রমাণ করছি।

ছাত্রদল নেতা রবিউল আওয়াল ভূঁইয়া রবি বলেন, আমরা একটি সৌহার্দ্যপূর্ণ, শান্তিপূর্ণ ও পরিবর্তনের বাংলাদেশ চাই। ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে সেই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে উঠবে।

এবার ভোটযুদ্ধের প্রস্তুতি

বিএনপির বিদ্রোহী প্রার্থী রইল অর্ধশতাধিক আসনে

এনসিপি নেতাদের রাজনীতি শেখার উপদেশ দিলেন মির্জা আব্বাস

ঢাকা-১৫ আসন নিয়ে যা বললেন জামায়াত আমির

মিরপুরে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

জাতীয় পার্টি গণভোটকে প্রত্যাখ্যান করবে

রাজনৈতিক হীনমন্যতা থেকে বিএমডিসিকে দিয়ে শোকজ: ডা. খালিদুজ্জামান

বাংলাদেশের বড় সমস্যাগুলোর অন্যতম হলো নীতিগত বিকৃতি

জোটে ১১ আসন পেলেও ৯ টিতে প্রার্থী প্রত্যাহার করেনি খেলাফত মজলিস

মাহমুদা মিতুর মনোনয়ন প্রত্যাহার, জামায়াতকে সমর্থনের ঘোষণা