সংবাদ সম্মেলনে জেএসডির অভিযোগ
সমঝোতার ও রাজনৈতিক দায়বদ্ধতায় বিএনপির ব্যর্থতার ফলে গণতান্ত্রিক উত্তরণ জটিল ও অনিশ্চিত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জেএসডি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করে দলটি। সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে লিখিত বক্তব্য উপস্থাপন করেন দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রসঙ্গ এনে শহীদ উদ্দিন মাহমুদ বলেন, বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি সেই সমঝোতার রাজনীতি ও ঘোষিত রাজনৈতিক দায়বদ্ধতার প্রতি প্রত্যাশিত সম্মান ও নিষ্ঠা প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে। এর ফলে আমরা মনে করি কোন দল বাঁ গোষ্ঠী ময়, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়া আরও জটিল এবং অনিশ্চিত হয়ে পড়েছে।
তিনি লিখিত বক্তব্যে আরো বলেন, রাষ্ট্রের সবার নিরাপত্তা নিশ্চিতে সকল প্রকার উস্কানি ও গুজব এড়িয়ে মানবতার পক্ষে দাঁড়াতে হবে। তাই আসুন বিভাজনের রাজনীতি নয়, ঐক্যের রাজনীতি বেছে নিন। আমাদের সুদৃঢ় বিশ্বাস বর্তমান বিদ্যমান সঙ্কটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলাই একমাত্র কার্যকর ও টেকসই পথ।
সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে জেএসডি সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, আমরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সব সময় কথা বলে আসছি এবং বলি। আমরা এ রাষ্ট্রকে নেতৃত্ব দিতে চাই মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে। সেখান থেকে আমরা এক পাও পেছাবো না। সেখানে লক্ষ-কোটি মানুষের রক্ত ও ত্যাগ রয়েছে। তেমনি চব্বিশের গণঅভ্যুত্থানকেও।
যারা এই অভ্যুত্থানকে ধারণ করে বয়ে নিয়ে যাওয়ার কথা, তাদের মাঝে দ্বিধা-দ্বন্দ্ব আছে। তবে যতই দ্বিধা দ্বন্দ্ব থাকুক, আমি মনে করব -তারুণ্য নিশ্চয়ই হোচট খেতে খেতে পথের দিশা পাবে। তাদের পাশে আমরাও থাকব।
তিনি আরো বলেন, একটি নির্বাচন সকল বিষয়ে শেষ কথা নয়। যারা প্রতারণার আশ্রয় নেয়, যারা কথা দিয়ে কথা রাখতে পারে না, সে জায়গাগুলো আমাদের দেখতে হবে। রাষ্ট্র এবং জনগণ যদি পাশে থাকে -সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমাদের পথচলা অব্যাহত থাকবে।
জেএসডি সিনিয়র সহ-সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, জেএসডি স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, জেএসডি দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম প্রমুখ।