হোম > রাজনীতি

নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পেলেন ১০৯ এমপি প্রার্থী

আপিল শুনানি

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরো ৫৮ প্রার্থী। এর মধ্যে জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য ও স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন। রোববার রাজধানীর আগারগাঁওয়ে দিনভর শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) থেকে এ তথ্য জানানো হয়। এর আগে গত শনিবার ৫১ জন এবং রোববার ৫৮ জনসহ সব মিলিয়ে দুদিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ১০৯ জন।

গতকাল আপিল মঞ্জুর হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছে জামায়াতের চাঁদপুর-২ আসনে মোহাম্মদ আব্দুল মুবিন ও জামালপুর-৩ আসনে মুজিবুর রহমান আজাদী। এছাড়া নাগরিক ঐক্যের বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্না ও সিরাজগঞ্জ-১ আসনে নাজমুস সাকিব।

এর বাইরে জাতীয় পার্টির কুমিল্লা-১ আসনে সৈয়দ ইফতেকার আহসান, বগুড়া-২ আসনে শরিফুল ইসলাম জিন্নাহ, যশোর-৪ আসনে জহুরুল হক, যশোর-৫ এমএ হালিম, যশোর-৬ আসনে জিএম হাসান ও রাজশাহী-৬ আসনে ইকবাল হোসেন।

তাছাড়া এবি পার্টির জয়পুরহাট-২ আসনে সুলতান শামছুজ্জামান, গণফোরামের মাগুরা-১ আসনে মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা-১ আসনে নুরুল ইসলাম ও বগুড়া-৬-এর আবু নোমান মামুনুর রশিদ মন্ডল।

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ঢাকা-১৮ আসনে মিসেস সাবিনা জাবেদ ও ময়মনসিংহ-৪ আসনে হামিদুল ইসলাম। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ঢাকা-১৮ আসনে মফিজুল ইসলাম ও বগুড়া-৫ আসনে কুদরত-ই-সাকলায়েন, বাংলাদেশ জাতীয় পার্টির কুড়িগ্রাম-২ আসনে আতিকুর রহমান, গণফোরামের মাগুরা-১ আসনে মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের ঝালকাঠি-১ আসনে শাহাদৎ হোসেন, নারায়ণগঞ্জ-৪ আসনে আরিফ ভুইয়া, নারায়ণগঞ্জ-৫ আসনে নাহিদ হোসেন ও চাঁদপুর-১ আসনে এনায়েত হোসেন।

আরো রয়েছেন কুমিল্লা-৬ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী কামরুন্নাহার সাথী, মাদারীপুর-৩ বাসদ প্রার্থী আমিনুল ইসলাম ও কুমিল্লা-৮ বাসদ প্রার্থী আলী আশ্রাফ, নেত্রকোণা-১ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রার্থী বেলাল হোসেন, হবিগঞ্জ-৩ বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শাহিনুর রহমান ও হবিগঞ্জ-৪ বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী রাশেদুল ইসলাম খোকন।

ঢাকা-৮ আসনে জনতার দলের প্রার্থী গোলাম সারোয়ার এবং ঢাকা-১০ আসনে জনতার দলের প্রার্থী জাকির হোসেনের আপিলও মঞ্জুর হয়েছে।

আপিল শুনানির তথ্যমতে, এদিন সর্বোচ্চ স্বতন্ত্র ২১ জন প্রার্থীর আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। স্বতন্ত্রদের মধ্যে হেভিওয়েটরা হলেন সাতক্ষীরা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম, বগুড়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু ও রাঙামাটি (২৯৯) আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা রয়েছে।

অন্যদিকে রাজশাহী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোসা. হাবিবা বেগম, শেরপুর-১ স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ উদ্দিন, ভোলা-২ স্বতন্ত্র প্রার্থীর মিজ তাসলিমা বেগম ও রংপুর-৪ স্বতন্ত্র প্রার্থী জয়নুল আবেদিনসহ সাতজনের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন।

ছয়জনের আবেদন অনিষ্পন্ন রাখা হয়েছে। উল্লেখযোগ্যরা হলেন ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিবুল্যাহ খোকন, যশোর-২ বাংলাদেশ জামায়াতের মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ ও ফরিদপুর-৪ স্বতন্ত্র প্রার্থী আবদুল কাদের মিয়ার আপিল অনিষ্পন্ন রাখা হয়েছে। তাদের যথাযথ কাগজ সাবমিট করার জন্য ১৬ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, রোববার আপিল শুনানির তালিকার ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত মোট ৭০টি আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশন এ শুনানি গ্রহণ করেন। এর মধ্যে ৫৮ জনের আবেদন মঞ্জুর করা হয়। এছাড়া প্রার্থিতা বাতিল বা নামঞ্জুর করা হয়েছে সাতজনের এবং স্থগিত বা মুলতবি রাখা হয় ছয়টি আবেদন।

গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা। এর বিপরীতে মোট ৬৪৫টি আপিল জমা পড়ে। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এ শুনানি কার্যক্রম চলবে।

হামিমকে কাছে ডেকে কথা বললেন তারেক রহমান

মোসাব্বির হত্যার পেছনে ব্যবসাকেন্দ্রিক বিরোধের ইঙ্গিত

খালেদা জিয়া ভোটাধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে সাহস যুগিয়েছেন: সাইফুল হক

২২ জানুয়ারি নির্বাচনের মাঠে নামছেন তারেক রহমান

জামায়াতের ডা. তাহেরের তুলনায় সম্পদে এগিয়ে বিএনপির কামরুল

আমিনুল হকের প্রধান আয়ের উৎস ব্যবসা, বছরে আয় ২০ লাখ টাকার বেশি

জুলাই গণঅভ্যুত্থান রক্ষা করতে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে

নির্বাচন উপলক্ষে ২৭০ জন ‘অ্যাম্বাসেডর’ নিয়োগ দেবে এনসিপি, তাদের কাজ কী

জামায়াত আমিরের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ

বহিষ্কৃত ৮ নেতাকে দলে ফিরিয়ে নিলো বিএনপি