হোম > রাজনীতি

হাদির ওপর হামলা: তিনজনকে ধরিয়ে দেওয়ার আহ্বান জুমার

আমার দেশ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তিনজনকে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার দুপুরে তিনি ওসমান হাদির একটি ছবি পোস্ট করেন। ওই ছবিতে আরও কয়েকজনকে দেখা যায়। ক্যাপশনে জুমা তিনজনকে চিহ্নিত করে তাদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানান।

পোস্টে তিনি বলেন, ‘এই তিনজনকে যে কোনো মূল্যে ধরিয়ে দিন। বাংলাদেশের জনতা আপনারাই ইনকিলাব কর্মী আপনারাই এই ভার হাতে নিন।

প্রশাসন কোথায় আমাদের আপডেট দিবে, তা না করে উলটো আমাদের কাছেই আপডেট চাইতেছে।’

এর আগে, ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা জানান, যারা ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে তারা প্রায় দুই সপ্তাহ আগে তার প্রচারণার টিমে যোগ দিয়েছিল। একটি মোটরসাইকেলে করে আসা দুজনের মধ্যে একজন ওসমান হাদির ওপর গুলি চালায়।

তার দাবি, ওই দুজন মাঝখানে কিছুদিন দেখা যায়নি। কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যোগ দেয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। দুপুর ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

বুদ্ধিজীবী হত্যার ধারাবাহিকতায় মুজিববাদ প্রতিষ্ঠিত হয়: নাঈম আহমাদ

জনসংযোগকালে আহত হান্নান মাসউদ

হাদিকে গুলি: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করায় মামলা

বুদ্ধিজীবী হত্যা ছিল স্বাধীনতাবিরোধী শক্তির পরিকল্পিত নীলনকশা

বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভারতীয় সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্রের অংশ

আমরা রক্ত দেবো কিন্তু জুলাই দেবো না: সাইফুল আলম

দেশকে মুক্তিযুদ্ধের বিপরীত ধারায় ঠেলে দেওয়ার চেষ্টা চলছে: সাইফুল হক

গ্রেপ্তার হওয়া আসামিকে চিহ্নিত করা যাচ্ছেনা, বিশ্বাসযোগ্য নয়

জনগণের সমস্যার সমাধানের প্রতিশ্রুতি হামিদুর রহমানের