পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সূত্রাপুর থানা শাখার সহ-সভাপতি সিফাত হোসেন সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে সূত্রাপুর থানা পুলিশের একটি দল তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সিয়াম পুরান ঢাকার বানিয়ানগর এলাকার বাসিন্দা এবং সূত্রাপুর থানা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারের সময় সিয়াম লকডাউন সংক্রান্ত একটি কর্মসূচিতে অংশ নিতে বাহাদুর শাহ পার্কে অবস্থান করছিলেন। তার আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “একজন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
এসআর