হোম > রাজনীতি

সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা আরেকটা অপরাধ: নজরুল ইসলাম

বিশেষ প্রতিনিধি

সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা আরেকটা অপরাধ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, 'এই যে সংস্কার এবং নির্বাচনকে সামনা সামনি করে দেয়া- এটা আরেকটা অপরাধ, এটা ভুল। আরে ডেমোক্রেসি ইটসেলফ ইজ এ রিফর্ম' (গণতন্ত্র নিজেই সংস্কার হয়)।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা আয়োজিত এক আলোচনা সভায় নজরুল ইসলাম এ কথা বলেন।

জাগপা’র প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ৮ম মৃত্যুবার্ষিকীতে 'গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বাধীনতা-সাবভৌমত্ব সুরক্ষা ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে ভূমিকা' শীর্ষক এই আলোচনা সভা হয়।

নজরুল ইসলাম খান বলেন, 'আমরা বাংলাদেশের গর্বিত জনগণ- যারা ভাষার জন্য জীবন দিয়েছি, গণতন্ত্রের জন্য জীবন দিয়েছি, স্বাধীনতার জন্য জীবন দিয়েছি। এখনো আমরা গণতন্ত্রের প্রত্যাশায় বসে আছি। সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কথা বলছি, স্লোগান দিচ্ছি, সভা-সমাবেশ করছি। কত দিন? কত বার আমাদেরকে এই কাজ করতে হবে? আমাদেরকে এই বাংলাদেশের জনগণকে বার বার সেই সাপ-লুড়ু খেলার মতো ৯৩ থেকে ৩-এ চলে আসতে হচ্ছে। কেন? আমরা ৯৩ থেকে ৯৪, ৯৫, ৯৬, ৯৭ কইরা ১০০ তে পৌঁছতে চাই। এই পথে যারাই বাধা সৃষ্টি করবে, আমরা তাদের ওই সাপ খেলা লুডুর সাপ বলে মনে করি।'

তিনি অভিযোগের সুরে বলেন, 'তারা আমাদেরকে বার বার ফিরিয়ে নিয়ে আসছে। নানা রকমের প্রশ্ন তুলছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টির জন্য। এটা করতে হবে আগে, ওটা করতে হবে আগে, আগে-পরে করার প্রশ্ন তো নাই। যা যা করা দরকার সবই করতে হবে।'

নজরুল ইসলাম বলেন, 'আমি যেটা বলতে চাই যে, ফ্যাসিবাদী সরকারের যারা দোসর ছিলো, যারা নেতৃত্ব দিয়েছে, তাদের সবার বিচার অবশ্যই করতে হবে। কারণ তারা আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে, আমার বন্ধুর বিরুদ্ধে, আমার সহকর্মীর বিরুদ্ধে, আমার দেশবাসীর বিরুদ্ধে অপরাধ করেছে। অবশ্যই বিচার চাই। কিন্তু সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না- এই প্রশ্ন যারা তোলে, তারা আসলে নির্বাচনটাকে বিলম্বিত করতে চায়।'

জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সহ-সভাপতি এম এ ওহাবের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, সাম্যবাদী দলের ডা. সৈয়দ নুরুল ইসলাম, জাগপার প্রেসিডিয়াম মেম্বার খন্দকার আবিদুর রহমান, আসম মিজবাহ উদ্দিন, রকিব উদ্দিন চৌধুরী মুন্না, কেন্দ্রীয় নেতা আওলাদ হোসেন শিল্পী, আনোয়ার হোসেন, রোকন উদ্দিন হাজারী, ঢাকা মহানগরের সভাপতি হোসেন মোবারক, সাধারণ সম্পাদক এম এ শাহীন প্রমুখ।

এমএস

জামায়াত ক্ষমতায় এলে সবচেয়ে বেশি বিপন্ন হবে নারীরা

আমাকে নিয়ে যাতে অহংকার করতে পারেন সেই দোয়া করবেন

১২ তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

১৯ বছর পর বগুড়ায় জনসভায় তারেক রহমান

কবর জিয়ারতের মধ্য দিয়ে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’-এর যাত্রা

নির্বাচনে কারচুপির পরিকল্পনার আশঙ্কা করছেন মির্জা আব্বাস

পডকাস্টে ফ্যামিলি কার্ডের বিস্তারিত তুলে ধরলেন তারেক রহমান

একটি দলকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আনার চেষ্টা হচ্ছে

নারীদের মর্যাদা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: জামায়াত আমির

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির