হোম > রাজনীতি

ফখরুলের প্রার্থিতা বাতিলের দাবিতে নেতাকর্মীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার

নোয়াখালী ৫ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে শুক্রবার নয়াপল্টনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ওই আসনের নেতাকর্মী ও সমর্থকেরা। তাদের দাবি এই মনোনয়ন এলাকাবাসীর কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

শুক্রবার ১১টা ১০ মিনিট থেকে টানা এক ঘণ্টা চলা কর্মসূচিতে দু’শ থেকে আড়াই শতাধিক ব্যক্তি অংশ নেন। আয়োজকেরা বলেন, এই মনোনয়ন স্থানীয় রাজনীতির বাস্তবতা ও জনচাহিদাকে অমান্য করে দেয়া হয়েছে। এমন সিদ্ধান্ত দলকে মাঠে মারাত্মক সংকটে ফেলবে।

কর্মসূচিতে উপস্থিত জাতীয়তাবাদী ঢাকা ফোরামের সভাপতি ইব্রাহিম খলিল সাহেদ বলেন, নোয়াখালী–৫–এ যিনি জনগণের সঙ্গে নেই, তাঁকে চাপিয়ে দেওয়া হলে দলকে ভুগতে হবে।

যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাদল অভিযোগ করেন, এই মনোনয়ন তৃণমূলের মতামতকে উপেক্ষা করেছে। আমরা এই প্রার্থিতা মানি না।

সাবেক উপজেলা বিএনপি সদস্য নাজিমুদ্দিন বলেন, এমন বিতর্কিত মনোনয়ন দিয়ে নোয়াখালীর রাজনীতি আরও জটিল করা হচ্ছে।

সাবেক ছাত্রনেতা নুর উদ্দিনের দাবি, এই আসনে গ্রহণযোগ্য ও যোগ্য নেতৃত্ব দরকার। ব্যক্তিকে রক্ষা করতে গিয়ে দলের ক্ষতি করা যাবে না।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা নয়াপল্টন কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। নাইটেঙ্গেল মোড় ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শান্তিপূর্বক মিছিল শেষ করেন তাঁরা।

বিক্ষোভকারীরা দলীয় উচ্চপর্যায়ের কাছে ফখরুল ইসলামের মনোনয়ন অবিলম্বে পুনর্বিবেচনা ও বাতিল করার জোর দাবি জানান।

এনসিপির সঙ্গে আইএমএফের মিশন টিমের বৈঠক

অনৈক্য ও বিভেদ রাষ্ট্রকে বিপর্যয়ে ফেলবে

গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন ও সংবিধান সংশোধন করা যাবে না

ছাত্রসমাজকে জ্ঞান-বিজ্ঞানে উৎকর্ষ সাধনে কাজ করছে শিবির

গণভোটের তারিখ আলাদাভাবে ঘোষণার দাবি ৮ দলের

প্রধান উপদেষ্টাকে ৩ উপদেষ্টা মিসগাইড করছে

এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়লো

ওসমান হাদিকে ৩০টি নম্বর দিয়ে ফোন, হত্যার হুমকি

ফ্যাসিবাদী আ.লীগের তর্জন-গর্জন ব্যর্থ

একই দিনে গণভোটের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জামায়াতসহ ৮ দলের