হোম > রাজনীতি

শরিকদের ছেড়ে দেওয়া ৪টি আসনেও বিদ্রোহী প্রার্থী বিএনপি নেতারা

আমার দেশ অনলাইন

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুককে ছেড়ে দিয়েছে বিএনপি। কিন্তু এই আসনে বিদ্রোহী প্রার্থী হিসেবে জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেয় বিএনপি। কিন্তু এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং দলের অপর এক নেতা।

পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হককে সমর্থন দিয়েছে বিএনপি। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। এ ছাড়া ঢাকা-১২ আসনে সাইফুল হককে দেওয়া আসনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি নেতা সাইফুল আলম নিরব। এই চার আসনে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদের প্রত্যেকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

ইতোমধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে শরিকদের আসনে প্রার্থী হওয়ায় রুমিন ফারহানাসহ ৯ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, ‘যুগপত আন্দোলনে শরিকদের সঙ্গে সমঝোতা করে কিছু আসন ছেড়ে দিয়েছি। কিন্তু এসব আসন আমাদের একদম জেতা সিট। এখানেও আমাদের যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি আসনগুলোতে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের সঙ্গে আমরা বসব এবং ২০ জানুয়ারি পর্যন্ত আমরা বোঝানোর চেষ্টা করব। এর পরও না শুনলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। সেটা দল থেকে বহিষ্কার হতে পারে বা তার চেয়েও কঠিন সিদ্ধান্ত হতে পারে।

এসআই

প্রশাসন নিরপেক্ষ না হলে এবারের নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে: খেলাফত মজলিস

সালমানসহ ২২ জনের নামে দুদকের মামলা

জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

লুটেরা সিন্ডিকেট জনগণের দুর্ভোগকে ব্যবসায় পরিণত করেছে : সিপিবি

রাষ্ট্র পরিচালনা নয়, হরর সিনেমার স্ক্রিপ্ট বাস্তবায়ন চলছে

অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে মোসাব্বির হত্যা: মির্জা ফখরুল

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের কম্বল বিতরণ

পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে জামায়াত আমির

ফ্যাসিস্ট চক্র নতুন করে হত্যাকান্ডে মেতে উঠছে: হেফাজতে ইসলাম

বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে যা জানালেন সালাহউদ্দিন আহমদ