হোম > রাজনীতি

নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের সতর্ক করে দিলেন ফারুক

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমরা সংঘর্ষ চাই না, কিন্তু কেউ যদি আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করে, তাহলে তা সহজে মেনে নেয়া হবে না। বিএনপি সেই ষড়যন্ত্র প্রতিহত করার জন্য প্রস্তুত আছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘অপরাজেয় বাংলাদেশ’-এর উদ্যোগে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সমাবেশের মূল দাবি ছিল— জোরপূর্বক গুমের ঘটনাগুলো দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে ফারুক বলেন, আপনারা আশ্বস্ত করেছেন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন বাস্তবায়নে কেউ যাতে বাধা না হয়ে দাঁড়ায়, সে বিষয়ে সতর্ক থাকুন। আপনাদের সঙ্গে ১৮ কোটি মানুষ আছেন, কাজেই কারও কথায় কান না দিয়ে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন।

তিনি আরও বলেন, নির্বাচনের মাত্র তিন মাস আগে এমন একটি পরিস্থিতি তৈরি হচ্ছে, যা নির্বাচনকে ব্যাহত করতে পারে। এই ষড়যন্ত্রকারীদের বিষয়ে আরও সতর্ক হতে হবে।

বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম তুলে ধরে ফারুক বলেন, বিএনপি ছোট দল নয়। শহীদ জিয়ার আদর্শের এই দল বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর হাঁটু পানিতে দাঁড়িয়ে আন্দোলন করেছে। নেতাকর্মীরা পুলিশের ভয়ে কবরস্থানে ঘুমিয়েছে, রিকশা চালিয়ে জীবনযাপন করছে। বিএনপিকে অবহেলা করে নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি করলে তা প্রতিহত করার মতো সৎ সাহস ইনশাল্লাহ আমাদের আছে।

সাবেক এই চিফ হুইপ বলেন, আমাদের বন্ধু যারা গণতন্ত্রের জন্য লড়েছেন, তাদের বলবো—দেশ যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন এমন কোনও সংশয় সৃষ্টি করা যাবে না যাতে নির্বাচন বানচালের দায় আপনাদের ওপর পড়ে।

নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি বাদল সরকার। আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশিদ, দলটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এবং সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী।

হাদি ইস্যুতে সর্বদলীয় প্রতিরোধ সভায় বিএনপি ছিল না কেনো

তারেক রহমানের জন্য বাসভবন ও অফিস প্রস্তুত

মহান বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানালো ডিআরইউ

সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: গোলাম পরওয়ার

রাজধানীতে এনসিপির আগ্রাসনবিরোধী যাত্রা শুরু

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রিল মেকিং প্রতিযোগিতা

একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ

৫০ এমপি প্রার্থীকে হত্যা করবে আওয়ামী লীগ: রাশেদ খান

গোলাম আযমকে সূর্যসন্তান বলে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে জামায়াত

আজ লন্ডনে শেষ কর্মসূচি পালন করবেন তারেক রহমান