হোম > রাজনীতি

রাজনীতিতে প্রতিপক্ষকে ঘায়েল করতে এআইয়ের অপব্যবহার হচ্ছে: রিজভী

স্টাফ রিপোর্টার

রাজনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “এআই দিয়ে বক্তব্য বিকৃত করা হচ্ছে। বিকৃত করে অশ্লীল ও অশ্রাব্য কথা ব্যবহার করা হয়। আপাতদৃষ্টিতে এটা ফানি মনে হলেও, এটা গণতন্ত্র নয়। এটা মতপ্রকাশের স্বাধীনতার ওপর আরেকটা আক্রমণ। সমাজ ও রাজনীতিতে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এআইয়ের অপব্যবহার করা হচ্ছে।”

রোববার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে হিউম্যান রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশনের (হিউরাফ) উদ্যোগে আয়োজিত ‘গণতন্ত্রে উত্তরণে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা কলেজের অধ্যাপক আনোয়ার মাহমুদ।

সেমিনারে রুহুল কবির রিজভী বলেন, “আমরা এখনো পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি। স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে ধারাবাহিকতা ছিল, সেটা আমরা রক্ষা করতে পারিনি। এখন আমাদের সেটা করতে হবে। এখন যদি কোনো ত্রুটি-বিচ্যুতি হয়, তাহলে দেশ এমন এক পরিস্থিতিতে পড়বে—যেখানে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংকটের মুখে পড়বে।”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “দেশ কীভাবে চলবে, সেই শাসন নিশ্চিত করবে জনগণ। নির্বাচনের মাধ্যমে জনগণই ঠিক করবে তাদের প্রতিনিধি কে হবেন। সেই নির্বাচন হতে হবে অবাধ ও সুষ্ঠু। এটা না হলে গণতন্ত্র কখনোই শক্তিশালী হবে না।”

এ সময় চট্টগ্রামের জামায়াতে ইসলামীর এক নেতার বক্তব্যকে ইঙ্গিত করে রিজভী বলেন, “আজকে একটি রাজনৈতিক দলের একজন বললেন, তাদের কথায় প্রশাসন উঠবে-বসবে। এটা গণতন্ত্রের কোনো বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। এই কথার মাধ্যমে আপনি তো আরেকটি দানবীয় শাসন তৈরির ইঙ্গিত দিলেন—আরেকটা শেখ হাসিনা, আরেকটা ফ্যাসিবাদ সৃষ্টি হওয়ার ইঙ্গিত দিলেন। শেখ হাসিনা পুলিশকে বানিয়েছেন ছাত্রলীগ, র‍্যাবকে বানিয়েছেন যুবলীগ, এবং তারা গুম-খুন করে আনন্দিত হতো। যারা ক্যাডারভিত্তিক দল করে, তারা প্রশাসন-বিচার বিভাগসহ প্রতিটি ক্ষেত্রে ক্যাডার বসানোর চেষ্টা করে। এটাই রাষ্ট্র ও গণতন্ত্রের জন্য ক্ষতিকর।”

সেমিনারে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

এসআর

হাসপাতালে গেলেন খালেদা জিয়া

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য বৈঠক

হীন রাজনৈতিক স্বার্থে দেয়া ধর্মীয় ব্যাখ্যা বিশৃঙ্খলার কারণ: তারেক রহমান

কোরআন-সুন্নাহর বিপরীতে কোনো কাজ বাংলাদেশে হবে না: সালাহউদ্দিন

ইসলামের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে: চরমোনাই পীর

শিক্ষাঙ্গনে দলীয়করণমুক্ত পরিবেশ গড়ার অঙ্গীকার আমিনুল হকের

ধানের শীষের জোয়ারে অনেকের মাথা খারাপ: ব্যারিস্টার অসীম

ঢাকাস্থ পীরগাছা-কাউনিয়াবাসীর সঙ্গে মতবিনিময় এমপি প্রার্থী এটিএম আযম খানের

ভুল করলেই তরুণরা ‘সুইচ অফ’ করে দেবে: আমীর খসরু

হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া