হোম > রাজনীতি

শিক্ষকদের অবহেলা করে দেশের উন্নয়ন সম্ভব নয়

নেতাদের উদ্দেশে অধ্যাপক মুজিব

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকরা জাতি ও সমাজ গঠনে অনন্য ভূমিকা পালন করেন। তাদের অবহেলা করে কোনো দেশ বা সমাজের উন্নয়ন সম্ভব নয়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসা শিক্ষক নেতাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

এমপিওভুক্ত শিক্ষকরা আন্দোলনের মাধ্যমে আংশিকভাবে দাবি আদায় করতে পারায় তিনি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং আন্দোলনকারী সব শিক্ষককে আন্তরিক অভিনন্দন জানান।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, উন্নত দেশগুলোয় জাতীয় বাজেটের গড়ে ৭ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়। অথচ আমাদের দেশে তা মাত্র ১ দশমিক ৬৭ শতাংশ, যা জাতির জন্য লজ্জাজনক। আগামী বাজেটে অন্তত ৩ থেকে ৪ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখার দাবি জানান তিনি।

শিক্ষকদের প্রকৃত মর্যাদা দিতে হলে শিক্ষাব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে এবং শিক্ষাক্ষেত্রে বিদ্যমান বৈষম্যের অবসান ঘটাতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- আদর্শ শিক্ষক ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এবিএম ফজলুল করিম, জামায়াতের কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সদস্য অধ্যক্ষ মাওলানা ড. খলিলুর রহমান মাদানী, ফেডারেশনের সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. রবিউল ইসলাম, কলেজ শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক আজম কামাল উদ্দিন, মাদরাসা শিক্ষক পরিষদের সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর মাতব্বর, কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, প্রাইমারি শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ ড. সাখাওয়াত হোসাইন, মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী, এমপিওভুক্ত শিক্ষক পরিষদের সভাপতি মো. নূরুল আমিন হেলালী প্রমুখ।

হামলায় আহত সাংবাদিক জাহিদকে সমবেদনা জানাতে আমার দেশ অফিসে এ্যানি

গণভোটে রাজি হলেও বিএনপি জটিলতা তৈরির চেষ্টা করছে

নির্বাচনের আগে এসপি-ডিসি ভাগ বাটোয়ারা করছে বড় দলগুলো

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি এনসিপির

জুলাই সনদে কখন স্বাক্ষর করবে এনসিপি, জানালেন নাহিদ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা