হোম > রাজনীতি

যে কারণে বাতিল হলো ডা. জারার মনোনয়ন

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

এনসিপি থেকে পদত্যাগ করা ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ ঘোষণা দেন। ভোটার সংক্রান্ত তথ্য না জানার কারণে কিছু স্বাক্ষরে অনিচ্ছাকৃত ভুল হওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তাসনিম জারা।

রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, স্বাক্ষরকারীরা বিশ্বাস করেই স্বাক্ষর দিয়েছেন যে তারা ঢাকা-৯ আসনের ভোটার, তবে বাস্তবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তারা ওই আসনের ভোটার নন।

তাসনিম জারা বলেন, একজন স্বাক্ষরকারী নিজে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ভোটার নম্বর যাচাই করার চেষ্টা করলেও তা খুঁজে পাননি। তার হাতে থাকা জাতীয় পরিচয়পত্রের ঠিকানা অনুযায়ী সে নিজেকে ঢাকা-৯ আসনের ভোটার মনে করেছিলেন। একইভাবে আরেকজন স্বাক্ষরকারীর ক্ষেত্রেও একই ভুল হয়েছে।

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটাররা কোন আসনের ভোটার, তা জানার কোনো কার্যকর ব্যবস্থা নেই। তাই যারা স্বাক্ষর দিয়েছেন, তারা নিশ্চিতভাবে নিজের আসন সম্পর্কে জানতেন না। এতে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। তবে এটি একটি চ্যালেঞ্জ হলেও আমাদের জন্য ইতিবাচক দিকও আছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানুষের কাছ থেকে আমরা অনেক ভালোবাসা পাচ্ছি।’

আমরাও জামায়াতে যোগ দেইনি, জামায়াতও এলডিপিতে যোগ দেয়নি

প্রশাসনের কিছু কর্মকর্তা বিশেষ দলের পক্ষে কাজ করছে: জামায়াত

মনোনয়ন ফিরে পেতে ইসিতে তাসনিম জারা

ভোট ইঞ্জিনিয়ারিং হলে আবার গণঅভ্যুত্থানের ডাক আসবে

তারেক রহমানের কাছে প্রধান উপদেষ্টার শোকবার্তা

তারেক রহমানের সঙ্গে বাম গণতান্ত্রিক জোটের বৈঠক

ঢাবি শিবিরের সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারি আশিকুর রহমান

এলপি গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান লেবার পার্টির

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠক শুরু

ভেনেজুয়েলায় হামলা প্রমাণ করে যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র নয় : ভাসানী জনশক্তি পার্টি