হোম > রাজনীতি

কাভার্ড ভ্যান, বাস ও অটোরিকশায় গণসংবর্ধনায় যাচ্ছেন নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার

বাস, কাভার্ড ভ্যান, সিএনজি ও অটোরিকশাসহ যেকোনো যানবাহনে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গণসংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন দলের নেতাকর্মী ও সমর্থকরা। রাজধানীতে পর্যাপ্ত যানবাহন না থাকায় অনেকে পায়ে হেঁটেও রওনা দিচ্ছেন। কাকরাইল, শান্তিবাগ, মৌচাক ও মালিবাগ রেলগেট এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বুধবার মধ্যরাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি বাংলাদেশের উদ্দেশে রওনা দেন। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। আজ সকালে সিলেটে যাত্রাবিরতির পর বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বেলা ১১টা ২০ মিনিটে ঢাকায় অবতরণের কথা রয়েছে।

তারেক রহমানের আগমন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। সংবর্ধনা সমাবেশে অংশ নিতে ইতোমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী ও সমর্থকরা ঢাকায় এসে পৌঁছেছেন। শীত উপেক্ষা করে বুধবার দিবাগত রাত থেকেই অনেকে সংবর্ধনাস্থলে অবস্থান করছেন।

এ ছাড়া রাজধানীতে অবস্থান করা দলের নেতাকর্মী ও সমর্থকরা বৃহস্পতিবার ভোরের আগেই সংবর্ধনাস্থলের উদ্দেশে যাত্রা শুরু করেন।

নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যে পরিমাণ মানুষ রাজধানীতে প্রবেশ করছে, তাতে পরিবহন সংকট দেখা দিয়েছে। ফলে বাধ্য হয়ে অনেকেই কাভার্ড ভ্যান, সিএনজি ও অটোরিকশায় করে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন।

সাইকেল চালিয়ে গণসংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন একজন কর্মী। তিনি বলেন, বাস পাওয়ার সম্ভাবনা নেই। তাই আগে থেকে সাইকেল নিয়ে যাওয়ার চিন্তা করেছি। সেই অনুযায়ী সাইকেলে চালিয়ে যাচ্ছি। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান ফিরছেন। একজন কর্মী হিসেবে তার ফেরা স্মরণীয় করে রাখতেই গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিচ্ছি।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানালো জমিয়ত

তারেক রহমানকে স্বাগত জানিয়ে সারজিসের আবেগঘন পোস্ট

গুলশানের বাসভবনে পৌঁছেছেন জুবাইদা ও জাইমা রহমান

‘এই মাটির সন্তানরা মুক্ত স্বদেশে ফিরছেন এটাই জুলাইয়ের অর্জন’

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা জোরদার

নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা গ্রহণ করছেন তারেক রহমান

জাতীয় পতাকা হাতে তারেক রহমানকে শুভেচ্ছা নেতাকর্মীদের

বিমানবন্দরে নেমেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

জুতা খুলে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান