প্রশাসনে দলীয়করণ এবং সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ছাড়া অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ও ঢাকা-৮ আসনের প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।
তিনি বলেন, একটি দলের শীর্ষ থেকে তৃণমূলের নেতারা এখনই মানুষকে হুমকি-ধামকি দিতে শুরু করেছে। তাদের দলীয় প্রতীক ব্যতীত অন্য কোনো মার্কা ভোট দিলে নিরাপদে বাড়িতে যেতে দেবে না। এমনকি তারা স্পষ্ট করেও বলতেছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে কেউ নিরাপদে বাড়িতে ফিরে যেতে পারবে না। এমন পরিস্থিতি ও পরিবেশে অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে এখনই সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
তিনি বৃহস্পতিবার বিকেলে ঢাকা-৮ সংসদীয় এলাকায় পল্টন-শান্তিনগরে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগ পূর্বক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ভোটকেন্দ্র দখলমুক্ত রাখতে প্রশাসনকে সহযোগিতার জন্য সর্বস্তরের নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে ড. হেলাল উদ্দিন বলেন, জনগণ জামায়াতের নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য উম্মুখ হয়ে আছে। ভোট কেন্দ্র দখলমুক্ত রাখতে পারলে ইসলামের পক্ষে নীরব বিপ্লব সংগঠিত হবে।
তিনি বলেন, ক্ষমতা লোভীরা ভোটেকেন্দ্র দখলের চেষ্টা করবে। অস্ত্রের মহড়া দিবে, কালো টাকার ছড়াছড়ি করবে। সব ভয়ভীতি উপেক্ষা করে জনগণের ভোটাধিকার প্রয়োগে সহায়তা করতে হবে।
ড. হেলাল উদ্দিন বলেন, আগামী নির্বাচন জাতির পরবর্তী ভাগ্য নির্ধারণ করবে। এই নির্বাচনে যদি অবৈধভাবে কেউ ক্ষমতা দখল করে তবে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।
মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমির শাহীন আহমেদ খানের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন পল্টন থানা সেক্রেটারী মঞ্জুরুল ইসলাম, থানা সহকারী সেক্রেটারি এনামুল হক, থানা প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ আল- আমীন রাসেল, থানা কর্মপরিষদ সদস্য যথাক্রমে আ ফ ম ইউসুফ, নজরুল ইসলাম মজুমদার, শামীম হাসনাইন, মোশাররফ হোসাইন প্রমুখ।
সভা শেষে ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে পল্টন পলওয়েল মার্কেট থেকে শুরু করে শান্তিনগর এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের ব্যাপক গণসংযোগ অভিযান পরিচালিত হয়।