শহীদ ডা. মিলন দিবসে সাইফুল হক
ফ্যাসিবাদী শাসন বিদায় নিলেও জবরদস্তিমূলক ফ্যাসিবাদী তৎপরতা আবার ফিরে আসছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে নব্বইয়ের সামরিক স্বৈরতন্ত্রবিরোধী গণঅভ্যুত্থানের বীর শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৫তম শাহাদাত উপলক্ষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ মন্তব্য করেন।
পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য সিকদার হারুন মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, যুবরান আলী জুয়েল, ঢাকা মহানগর কমিটির সদস্য মোহাম্মদ রিয়েল, চুন্নু সিকদার ও আরিফুল ইসলাম আরিফ।
নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে মিলন স্মৃতি বেদিতেও পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর একইস্থানে মিলন স্মরণে অনুষ্ঠিত সমাবেশে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ডাক্তার মিলনের নিহত হবার ঘটনা ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট। মিলনের শহীদ হবার মধ্য দিয়ে সামরিক শাসনবিরোধী আন্দোলন দ্রুত গণঅভ্যুত্থানের রুপ নেয়।
তিনি বলেন, দুর্ভাগ্যজনক হচ্ছে মিলনের হত্যাকারীদের কোনো বিচার হয়নি। মিলন যে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছিলেন তিন দশকের পরও তা অর্জিত হয়নি।
তিনি আরও বলেন, দুটো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনকে বিদায় দেয়া হলেও নানা চেহারায় আবার জবরদস্তিমুলক ফ্যাসিবাদী তৎপরতা বাড়ছে।ঐক্যের পরিবর্তে সমাজে অনৈক্য ও বিভাজন ছড়িয়ে দেয়া হচ্ছে। মিলন সমাজভিত্তিক গণতান্ত্রিক সমাজ নির্মাণে আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসাবে থাকবেন।