হোম > রাজনীতি

হাদির ওপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

আমার দেশ অনলাইন

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণ। শুক্রবার রাত ৮টার দিকে আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করে দৈনিক বাংলা মোড়, পল্টন মোড় ঘুরে আল রাজী কমপ্লেক্সের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।

গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান বলেন, হাদির ওপর গুলির মধ্য দিয়ে প্রমাণ হয় দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের কোন পরিবেশ নেই। এর আগে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের ওপরে হামলার পর আজও কোন বিচার হয়নি, এখন ওসমান হাদি। সরকারের এই ফিটনেসে নির্বাচনের কোন আলামত দেখছেনা গণঅধিকার পরিষদ। আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে, প্রশাসন ঢেলে সাজাতে হবে, নির্বাচনের পরিশেশ ঠিক করতে হবে এরপরই নির্বাচন। হাদির ওপর হামলায় আমরা চুপ থাকলে ভবিষ্যতে আমাদের অবস্থাও এমন হবে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এ হামলার প্রতিবাদ করতে হবে, দোষীদের বিচার নিশ্চিত করতে হবে।

দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, তিন মাস আগে নুরুল হক নুরের ওপর হামলার বিচার হলে আজকে হাদির ওপর হামলা হতো না। এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ। এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা একটা অপদার্থ। তাকে প্রশ্ন করা হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, সে উত্তরে বলে পেঁয়াজ আর আলুর দাম কেমনে বাড়ল।চিন্তা করুন কতটা অপদার্থ হলে এমন হতে পারে। আমরা বলেছি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। কিন্তু তফসিল ঘোষণার একদিন পর ঢাকা-৮ আসনের প্রার্থী হাদির ওপর হামলার ঘটনায়, আমরা যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছি, যারা নির্বাচন করবো তারা খুবই উদ্বিগ্ন নিজেদের নিরাপত্তা নিয়ে।

সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের, মাহফুজুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক ঈসমাইল বন্ধন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র নেতা হাসিব প্রমুখ।

ডাকসু ভিপি সাদিককে নিয়ে দেয়া বক্তব্যে রিজভীর দুঃখ প্রকাশ

মেজর আখতারের যোগদান নিয়ে যা বলল জামায়াত

কোটা আন্দোলনকারীদের রাজাকার বলা মেজর আখতারকে জামায়াতে নেয়ায় প্রতিবাদ

বারবার অনুরোধ করতাম হাদি সাবধানে থাকো, বের হইয়ো না

জামায়াতে যোগদানের যে কারণ জানালেন মেজর আখতার

মেজর আখতারের জামায়াতে যোগদান, চমক নাকি দেউলিয়াত্ব

বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে: হাসনাত

ষড়যন্ত্র রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের

অর্ধশতাব্দী পার হলেও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি

হাদির ওপর হামলার ঘটনায় সরকার দায় এড়াতে পারে না