হোম > রাজনীতি

শাপলা কলিতেই রাজি এনসিপি

স্টাফ রিপোর্টার

প্রতীক হিসেবে শাপলা কলিতে রাজি হয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। রোববার বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শাপলা, সাদা শাপলা ও শাপলা কলিকে দলের প্রতীক হিসেবে চেয়ে ইসিতে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। শাপলা কলি দেওয়া হলে এনসিপি নেবে। তৃণমূল কলিকে ইতিবাচক হিসেবে নিয়েছে।

তিনি বলেন, দেশবাসীর কাছে আমরা শাপলা কলিও নিয়ে কিছু পজিটিভ সাড়া পেয়েছি। এটা শাপলার চেয়ে একধাপ এগিয়ে শাপলা কলি হয়েছে। অর্থাৎ শাপলাও আছে, কলিও আছে। সে জায়গাটায় নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করেছি, তাঁরা একধাপ একটু বাড়িয়ে চিন্তা করে সেখানে কলি এবং শাপলা যুক্ত করেছে।

এনসিপি নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জানিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, দেশের যেকোনো প্রান্তের মানুষ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী হয়ে তাঁদের অফিসে আসলে তারা সেটা বিবেচনা করবেন।

নির্বাচন কমিশন যাতে দ্রুত সময়ে এনসিপির নিবন্ধন সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করেন, সেই আহ্বান জানিয়েছেন নাসীরুদ্দীন পাটোয়ারী।

এদিন সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে নাসীরুদ্দীন পাটওয়ারী ছাড়াও ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। এ সময় ইসি সচিব সচিব আখতার আহমেদ ছিলেন।

জামায়াতসহ ৮ দলের বৃহস্পতিবার স্মারকলিপি-গণ মিছিল

হঠাৎ লন্ডন কেন, বিএনপি নেতা সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু, প্রার্থী চূড়ান্তের সম্ভাবনা

জামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা আজ

জামায়াতের পুনর্নির্বাচিত আমিরকে জমিয়ত সভাপতির অভিনন্দন

খুলনা সদর আসনে মঞ্জুকে সবুজ সংকেত তারেক রহমানের

নেতাকর্মীদের ডিজিটাল প্রযুক্তি আয়ত্ত করার নির্দেশ ফখরুলের

রাষ্ট্রের মৌলিক সংস্কারের বিরোধিতার বিরুদ্ধে ডাকসুর প্রতিবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি ফের সচল

ঐক্যবদ্ধ হয়ে একক প্রার্থীকে বিজয়ী করে ‘গুপ্ত স্বৈরাচারকে’ প্রতিহত করুন