হোম > জাতীয়

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার আসছে না

স্টাফ রিপোর্টার

এফএআই এভিয়েশন গ্রুপের এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন হাসপাতালে নিতে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে, সেটি মঙ্গলবার ঢাকায় আসছে না।

এর আগে মঙ্গলবার সকাল ৮ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমোদিত নিলেও এয়ার অ্যাম্বুলেন্স সেই অনুমতি বাতিলের অনুরোধ করেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে পূর্বের স্লট অনুমোদন প্রত্যাহারের আনুষ্ঠানিক আবেদন করেছে।

তিনি বলেন, “বাতিলের অনুরোধটি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পাঠাবো।”

এর আগে বেবিচকে রোববার জমা দেওয়া অপারেটরের প্রাথমিক আবেদনের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৮টা ল্যান্ডিং ও একই দিন রাত ৯টার দিকে উড্ডয়নের অনুমোদন দিয়েছিল।

কাতার সরকার দীর্ঘ দূরত্বের চিকিৎসা পরিবহনের উপযোগী বিকল্প এয়ার অ্যাম্বুলেন্স নির্বাচন করার পর সেটি পরিচালনার দায়িত্বে থাকা এফএআই এভিয়েশন গ্রুপকে চার্টার করে এই মেডিক্যাল ইভাকুয়েশন বিমানটি ব্যবস্থা করেছিল।

বিশ্বখ্যাত এয়ার অ্যাম্বুলেন্স ও মিশন–সমর্থিত এভিয়েশন সেবাদাতা এফএআই বেগম খালেদা জিয়ার জন্য বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (সিএল৬০) নির্ধারণ করেছিল।

উল্লেখ্য, দুই সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে যুক্ত রয়েছেন লন্ডন ও চীন থেকে আসা চিকিৎসক দল। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেয়ার কথা থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় এ বিষয়ে এখনো মত দেয়নি মেডিকেল বোর্ড। বোর্ডের গ্রিন সিগন্যাল পেলেই তাকে লন্ডন নেয়া হবে।

জামায়াতের বিবৃতি প্রত্যাখ্যান এনসিপির, পাল্টাপাল্টি অভিযোগ

জাপা-জেপির জোটের সাথে বাংলাদেশ লেবার পার্টির সম্পর্ক নাই

আইন-শৃঙ্খলার গুরুতর অবনতি দেখছি, লেভেল প্লেয়িং ফিল্ড নেই

নির্বাচনি জোট নিয়ে জমিয়তের দুই অংশে হতাশা

যুবশক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলন মঙ্গলবার

ঢাকা–১০ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

২০০ আসনে জয়ী হলেও জাতীয় সরকার গঠন করব

আগামী নির্বাচন হতে যাচ্ছে মব কালচারের নির্বাচন

আওয়ামী দোসরদের নতুন জোটে আছে যেসব দল

আমরা ধর্ম নিয়ে কাজ করি, ব্যবহার করি না