হোম > রাজনীতি

ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনা গুরুতর অশনিসংকেত: সাইফুল হক

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ।

ওসমান হাদীর উপর গুলিবর্ষণের ঘটনা গুরুতর অশনিসংকেত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শুক্রবার নারায়ণগঞ্জে আলী আহমেদ চুনকা পৌর মিলনায়তনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মী সমাবেশে তিনি একথা বলেন।

সাইফুল হক বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের প্রার্থী ওসমান হাদীকে গুলিবিদ্ধ করার ঘটনায় আমি তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি। ওসমান হাদীর উপর গুলিবর্ষণের এই ঘটনা গুরুতর অশনিসংকেত। এসব সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে ইতিহাসের সেরা নির্বাচন করা যাবে কিনা সেটা নির্ভর প্রধানত সরকারের রাজনৈতিক সদিচ্ছার উপরে। সরকার যদি নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও জনগণকে আস্থায় নিতে পারে। তাহলে ভালো নির্বাচন করা সম্ভব।

তিনি বলেন, নির্বাচন যত এগিয়ে আসছে এই নির্বাচন নিয়ে জনমনে ততই সংশয়, উদ্বেগ এবং আশঙ্কা ক্রমেই বেড়ে চলেছে। দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচার প্রচারণা, সভা সমাবেশকে কেন্দ্র করে যে সহিংসতা সংঘটিত হচ্ছে তা রীতিমতো আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতিরই প্রমাণ। কোন কোন এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্রের মহড়া চলেছে, গোলাগুলির মত ঘটনাও ঘটে চলেছে।

এসময় তিনি নির্বাচনে প্রশাসনিক ম্যানিপুলেশান, ধর্মের ব্যবহার, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, মাস্তানী, জবরদস্তি ও জবরদখল বন্ধে কঠোর পদক্ষেপ নিতেও নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহ্বান জানান।

দলটির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ ৫ আসনে প্রার্থী মাহমুদ হোসেনের সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দলটির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, রফিউর রাব্বি, শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম প্রমুখ।

হাদিকে গুলি আরেকটি ওয়ান-ইলেভেনের মতো গভীর ষড়যন্ত্র, নেপথ্যে আ.লীগ-ভারত

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন জুবাইদা রহমান

এগুলো হাসিনাও করতো— প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে নুর

হাদির ওপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ইশরাকের

২৫ ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

হাদিকে গুলি: জড়িতদের গ্রেপ্তারের দাবি মহিলা জামায়াতের

রাতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের দাবি মির্জা ফখরুলের