হোম > রাজনীতি

কড়াইল বস্তির দুর্গতদের জন্য বিএনপির দুই দিনের চিকিৎসা সেবা সম্পন্ন

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ।

দেশব্যাপী বিএনপির চেয়াপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে দোয়া আয়োজনের অংশ হিসেবে কড়াইল বস্তি সংলগ্ন জামে মসজিদে বাদ জুমা দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। এসময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে আগত মুসল্লিদের কাছে দোয়া চান।

একইসাথে, গত ২৫ নভেম্বর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আয়োজিত হেলথ ক্যাম্পের দ্বিতীয় দিন শুক্রবার কড়াইল বস্তি সংলগ্ন কড়াইল মসজিদের গলিতে অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিনের ক্যাম্পে প্রথম দিনের মতোই বিভিন্ন হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে আগত শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেন।

হেলথ ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানকারী এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম জানান আজ দ্বিতীয় দিনেও মেডিসিন, সার্জারি, গাইনি, বার্ন ও প্লাস্টিক সার্জারি, অর্থোপেডিক্স, শিশুরোগ, চক্ষু, বক্ষব্যাধি, হৃদরোগ-সব বিভাগের চিকিৎসকরাই রোগীদের সেবা দিয়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়েছে।

বৃহস্পতিবারের মত আজও সর্দি, কাশি, জ্বর, অগ্নিকান্ডে আহত হওয়া রোগীসহ বিভিন্ন সমস্যা নিয়ে আগত প্রায় ১৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।

এসময় চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. নজরুল ইসলাম, হৃদরোগ বিশেষজ্ঞ আবু সাঈদ আব্দুল্লাহ, সার্জারি বিশেষজ্ঞ ডা. সায়েম আল মনসুর ফায়েজি, সার্জারি বিশেষজ্ঞ ডা. আহমেদ সামি আল হাসান, প্লাস্টিক সার্জন ডা. শরিফ, কনসালটেন্ট ডা. জাকিয়া সুলতানা মিতালি, চক্ষু বিশেষজ্ঞ ডা. নাজিম, ডা. নোমান আজিজি খান, ডা. সায়ন, ডা. সীমান্ত, ডা. বাদশা, ডা. তালহা, ডা. পিয়াস হাসান, ডা. রায়হান, ডা. আতিক তূর্য, ডা. সাকিব, ডা. আতিকা, ডা. শিহাব, ডা. সিফাত, ডা. আরেফীনসহ আরও অনেকে। এছাড়া শিহাব, রুহুল আমিন, মারুফ, তাহসিনসহ বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন দুইদিনব্যাপি এই মেডিকেল ক্যাম্পে।

এছাড়া ফিজিওথেরাপিস্ট তানভীর, মহসিন, এমট্যাবের নিয়াজ, রাফসানসহ বিভিন্ন চিকিৎসা-সংশ্লিষ্ট সংগঠন এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও ক্যাম্প পরিচালনায় অংশ নেন।

বিএনপির বিদ্রোহী প্রার্থী রইল অর্ধশতাধিক আসনে

এনসিপি নেতাদের রাজনীতি শেখার উপদেশ দিলেন মির্জা আব্বাস

ঢাকা-১৫ আসন নিয়ে যা বললেন জামায়াত আমির

মিরপুরে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

জাতীয় পার্টি গণভোটকে প্রত্যাখ্যান করবে

রাজনৈতিক হীনমন্যতা থেকে বিএমডিসিকে দিয়ে শোকজ: ডা. খালিদুজ্জামান

বাংলাদেশের বড় সমস্যাগুলোর অন্যতম হলো নীতিগত বিকৃতি

জোটে ১১ আসন পেলেও ৯ টিতে প্রার্থী প্রত্যাহার করেনি খেলাফত মজলিস

মাহমুদা মিতুর মনোনয়ন প্রত্যাহার, জামায়াতকে সমর্থনের ঘোষণা

মিরপুরে জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা